জাতীয় ক্রিকেট লিগ

জাতীয় লিগে সর্বোচ্চ রান করাই লক্ষ্য নাসিরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:40 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার কারণে অনেকদিন ধরেই বন্ধ ঘরোয়া ক্রিকেট লিগ। সেই অচলায়তন ভেঙে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এতে করে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাননি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে অলস সময় কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটার।

তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরেই পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ দিয়েই ২০২১-২২ মৌসুমের ক্রিকেট ক্যালেন্ডার শুরু করার পরিকল্পনা তাদের। নতুন মৌসুমের খেলা নতুন করেই অনুষ্ঠিত হবে এবার।

এতেই মিরপুরে আনাগোনা বেড়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। নাসির হোসেনও তার ব্যাতিক্রম নয়। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন, জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রহ করাই লক্ষ্য তার। যে চেষ্টাটা তিনি সবসময়ই করে থাকেন। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, 'ঘরোয়া লিগে আমি সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান সংগ্রহ করার। এটাই সবসময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারি।'

নাসিরের প্রতি তার ভক্ত অনুসারীদের ভালোবাসা অপরিসীম। দেশের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৮ সালে। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে হলেও আবারো জাতীয় দলে ফিরতে চান 'মিস্টার ফিনিশার'। এজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নাসির বলেন, 'তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফিরে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সমর্থন করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে ফিরে আসব।'