আইপিএল

আইপিএলই প্রোটিয়াদের প্রস্তুত করবে: বাউচার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:15 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা সেই দলটিতে নেই টি-টোয়েন্টি ক্রিকেটের তেমন বড় তারকা। এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলটিতে জায়গা হয়নি ফাফ ডু প্লেসি, ইমরান তাহির ও ক্রিস মরিসদের মতো টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের।

এতে অনেকেই মনে করছেন, বিশ্বকাপে চোকার খ্যাত দলটি এবারও ভালো করতে পারবে না। এ ছাড়া তরুণ ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করাটাও তাদের জন্য কঠিন হয়ে দাড়াবে। কিন্তু প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার অবশ্য এর সঙ্গে পুরোপুরি এক মত নন।

কারণ বিশ্বকাপের আগে একই ভেন্যুতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া বাকি অংশ। যেখানে খেলবেন দক্ষিণ আফ্রিকা দলের বেশ কয়েকজন ক্রিকেটার। আর তাদের আইপিএল খেলার অভিজ্ঞতা দলের মধ্যে সঞ্চার করতে পারলে ভালো দল হয়ে উঠবে প্রোটিয়ারা।

বাউচার বলেন, 'আমরা আইপিএলে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তাদের বেশ শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে এবং উপলব্ধি করতে হবে যে আমরা একটি ইউনিট হিসাবে সঠিক সময়ে শীর্ষে উঠতে চাই। তারা সেসব কন্ডিশনে খেলার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে। যা বিশ্বকাপে প্রস্তুত হতে সাহায্য করবে।'

তিনি আরো বলেন, 'যদি তারা নিজেদের ভালোভাবে পরিচালনা করে এবং নেটে কিংবা ম্যাচে কিছু ভাল সময় পায় এবং সুযোগ -সুবিধায় অভ্যস্ত হয় তাহলে এটি আমাদের ভালো অবস্থানে পৌছে দেবে। এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে যতক্ষণ না ছেলেরা নিজের যত্ন নেয় এবং সঠিক সময়ে শীর্ষে থাকে।'

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ডেভিড মিলারের ঠিকানা পাঞ্জাব কিংস। দিল্লী ক্যাপিটেলসের বোলিং আক্রমণের অন্যতম সদস্য কাগিসো রাবাদা। এ ছাড়া বদলি ক্রিকেটার হিসেবে এইডেন মার্করামও খেলতে যাচ্ছেন আইপিএলে।