পাকিস্তান ক্রিকেট

বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:58 বুধবার, 15 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে কোচিং স্টাফে সংযুক্ত করেছিলেন রমিজ রাজা। সেই সঙ্গে কয়েকদিনের মধ্যেই পূর্ণ মেয়াদের প্রধান কোচ হিসেবে নতুন কারো নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে অর্ন্তবর্তীকালীন প্রধান কোচ সাকলাইন মুশতাক দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে কিছুই জানাননি রমিজ।

তবে পাকিস্তানি মিডিয়ার দাবি, সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে সাকলাইনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেই পিসিবির। বিশ্বকাপ পর্যন্ত সাকলাইনকে কোচিং স্টাফের সঙ্গে রেখে দিতে চায় সংস্থাটি। পিসিবি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ জানিয়েছে দ্য নিউজ ডট কম পিকে।

এমনকি ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানায়, বিশ্বকাপেও নাকি পাকিস্তানের প্রধান কোচ থাকবেন সাবেক স্পিনার সাকলাইন। দ্য নিউজ ডট কম পিকে'র প্রতিবেদনে আরো বলা হয়, কয়েকদিনের মধ্যে দেশীয় কাউকেই পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে সাকলাইনই প্রধান কোচ হিসেবে থাকছেন কি না সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এ ছাড়াও বিশ্বকাপের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়া হবে বলেও প্রতিবেদনে লিখেছে পাকিস্তানের এই মিডিয়া।

সেই তালিকায় এগিয়ে রয়েছেন ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের উইকেটকিপিং এবং ফিল্ডিং কোচ আতিক-উজ-জামান। কয়েকদিন আগেই এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেছিল পিসিবি। বিশ্বকাপে দলের ফিল্ডিং কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সে সময় বোর্ডকে সবুজ সংকেত দিয়েছিলেন আতিক। তাছাড়া কন্ডিশনিং কোচ হিসেবে ইতোমধ্যে দলের সঙ্গে কাজ শুরু করেছেন ড্রিক্স সিমন।

কয়েকদিন আগেই পাকিস্তান জাতীয় দল থেকে ইস্তফা দিয়েছিলেন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। সে ঘটনার পর সাকলাইনকে অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। সাকলাইনের কোচিংয়েই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের দুটি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান।

দীর্ঘ ১৮ বছর পর এবারই প্রথম পাকিস্তান সফরে গেছে নিউজিল্যান্ড। আগামী ১৭, ১৯ ও ২১ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে দল দুটি। এরপর চার দিন বিরতির পর ২৫ সেপ্টেম্বর শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চারটি ম্যাচ ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর।