টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা, বাজি ডি ককের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:29 মঙ্গলবার, 14 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে সবসময়ই তীরে এসে তরী ডোবায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে দলটির নামের সাথে যোগ হয়েছে চোকার তকমা। ক্রিকেটের তিন সংস্করণেই তাদের দাপট থাকলেও কখনও ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপ ট্রফি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচবে দক্ষিণ আফ্রিকার, এমনটাই মনে করেন কুইন্টন ডি কক।

এবার তারুণ্য নির্ভর দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে প্রোটিয়ারা। আর তাই বেশ আশাবাদী দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি কক। তার মতে এবারের বিশ্বকাপে ট্রফি জেতার জন্যই খেলবে তারা। তার মতে এখনও পর্যন্ত সবকিছু তাদের পরিকল্পনা মতোই হচ্ছে।

ডি কক বলেন, ‘বিশ্বকাপে দলের সবাই আবার একত্রিত হবো এটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার। আমি বিশ্বকাপ জেতার জন্য অপেক্ষা করছি, বিশেষ করে এই দল নিয়ে আমি বেশ আশাবাদী। আমি মনে করি আমরা পরিকল্পনা মতোই সব করতে পারছি। এবারের বিশ্বকাপ নিজেদের করে নিতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমরা ভালো খেলছি কিন্তু বিশ্বকাপ বড় আসর। তবে এটা নিশ্চিত যে, এখানে আমরা আমদের সেরাটা দিয়েই লড়াই করব। আমরা শতভাগ দিয়ে চেষ্টা করব এবং আশাকরি সবকিছু পরিকল্পনা মতোই হবে।’

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলতে চান ডি কক। তার মতে, শ্রীলঙ্কার মাটিতে টার্নিং পিচে স্পিনের বিরুদ্ধে বেশ ভোগেছে তাদের দল। তাই এটা নিয়ে কাজ করছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি। শুধুই এই সিরিজ নয়, সবসময়ই ছেলেরা কঠিন পরিশ্রম করছে। টার্নিং উইকেটে স্পিনের বিরুদ্ধে আমরা ভালো খেলতে পারিনি তাই এটা নিয়ে সবাই কঠোর অনুশীলন করছে।'