অ্যাশেজ সিরিজ

স্টোকসকে ছাড়া অ্যাশেজে ভুগবে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:19 মঙ্গলবার, 14 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে বেশ কিছুদিন আগে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন বেন স্টোকস। যে কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট খেলা হয়নি তাঁর। খেলবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

আসন্ন শীতের মৌসুমেও যদি অভিজ্ঞ এই অলরাউন্ডার ক্রিকেটের বাইরে থাকেন তাহলে বিপাকে পড়তে হবে ইংল্যান্ডকে। কারণ ডিসেম্বরে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়াতে যাবে জো রুটের। অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে স্টোকস না থাকলে ভুগতে হবে ইংলিশদের, এমনটাই মনে করেন মাইক আথারটন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টোকসের অভাব নিশ্চয় টের পাবে ইংলিশরা। আথারটন মনে করেন তার অলরাউন্ড পারফরম্যান্সের অভাব ইংল্যান্ডকে আরও বেশি ভোগাবে টেস্টে। আসন্ন অ্যাশেজে তিনি খেলতে না পারলে তার অভাব পূরণ করা ইংলিশ টিম ম্যানেজমেন্টের জন্য বেশ কষ্টসাধ্য হবে।

এ প্রসঙ্গে আথারটন বলেন, ‘যদি পুরো শীত মৌসুমজুড়ে স্টোকস ক্রিকেটের বাইরে থাকে তাহলে অ্যাশেজে তার অনুপস্থিতি টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বেশি ভোগাবে ইংল্যান্ডকে। তাকে ছাড়া ভারসাম্যপূর্ণ দল গঠন করা খুবই কঠিন। কারণ তার মতো অরসধারণ অলরাউন্ডার ক্রিকেটে খুব একটা দেখা যায় না।’

তিনি আরও বলেন, ‘স্টোকসের ক্রিকেট থেকে সাময়িক বিরতির মতো ঘটনা কোভিড আরও বাড়িয়ে তুলছে। গত শুক্রবার ম্যানচেস্টারে ঘটে যাওয়া ঘটনাট থেকে আমরা অনুমান করতে পারি যে, শীত মৌসুম সম্পর্কে এখন কিছুই নিশ্চিতভাবে বলা যায় না।’

সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন রুট। আর বল হাতে দারুণ পারফর্ম করেছেন তরুণ রবিনসন আর অভিজ্ঞ অ্যান্ডারসন। আথারটনের মতে তাদের উভয়েরই বিশ্রাম দরকার।

তিনি বলেন, ‘রবিনসনের অভিষেক, অ্যান্ডারসনের ধারাবাহিকতা এবং রুটের রাজর্ষিক ফর্ম ছিল এই টেস্ট সিরিজ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি। রবিনসন এবং অ্যান্ডারসন উভয়েরই এখন বিশ্রাম প্রয়োজন। রবিনসন তার প্রথম পাঁচ টেস্টেই ২৮ উইকেট শিকার করে প্রমাণ করেছে সে সত্যিই অসাধারাণ বোলার। ব্রড যদি অ্যাশেজে ফিট হয়ে খেলতে না পারেন তাহলে সেটা রবিনসন পুষিয়ে দিতে পারবে।’