ইংল্যান্ড - ভারত সিরিজ

ম্যানচেস্টার টেস্ট নিয়ে সৌরভ-জয় শাহর ভিন্ন মত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:02 মঙ্গলবার, 14 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই গুঞ্জন ‍উঠেছিল এই টেস্টের পরিবর্তে বাড়তি টি-টোয়েন্টি খেলতে চায় ভারত। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ১৩ সেপ্টেম্বর জানিয়েছিলেন, বাতিল হওয়া টেস্টের বিকল্প হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের কোনো ম্যাচ খেলবে না ভারত।

সৌরভ বলার কয়েক ঘণ্টা পর ভিন্ন তথ্য দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ম্যানচেস্টার টেস্টের পরিবর্তে দুটি টি-টোয়েন্টি খেলার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) প্রস্তাব দিয়েছে ভারত। তাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেন বিসিসিআইয়ের শীর্ষ দুই কর্তা।

করোনার কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ টেস্টে খেলেনি ভারত। এরপর গুঞ্জন ছিল এই টেস্টের বদলে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে বিসিসিআই। কিন্তু সৌরভ সেই গুঞ্জনে পানি ঠেলে সাফ জানিয়ে দিয়েছিলেন তারা এই টেস্ট পুনরায় খেলবে এবং সিরিজ পরিপূর্ণ করবে।

এ প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, ‘আমরা অতিরিক্ত ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে প্রস্তুত আছি কিন্তু সেটা এই টেস্টের বিকল্প হিসেবে নয়। ইংল্যান্ডের সঙ্গে পরবর্তীতে যে টেস্ট ম্যাচটি খেলা হবে তা হবে এই সিরিজের পঞ্চম ম্যাচ।’

তিনি আরও বলেছিলেন, ‘আমরা এই সিরিজ শেষ করতে চাই। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে আমরা কোনো টেস্ট সিরিজ জিতিনি। বিসিসিআই বিশ্বাস করে টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ তাই আমরা এ ব্যাপারে কোন আপোষ করব না।’

কিন্তু এর এক দিন না পেরোতেই ভিন্ন কথা জানালেন জয়। তিনি স্বীকার করলেন সেই গুঞ্জনই সত্যি ছিল তারা টেস্টের পরিবর্তে দুটি টি-টোয়েন্টিরও প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডকে। তাই এই টেস্টের বিকল্প কি হবে তা এখন নির্ভর করছে ইংলিশদের ওপর।

জয় বলেন, ‘এটা ঠিক যে, আমরা আগামী জুলাই মাসে ইংল্যান্ড সফরের জন্য দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছি। যেখানে তিনটি টি-টোয়েন্টির পরিবর্তে আমরা পাঁচটি টি-টোয়েন্টি খেলব। অন্যথায়, আমরা একটি অতিরিক্ত টেস্ট ম্যাচ খেলতে ইচ্ছু্ক। এখন তাদের উপর নির্ভর করছে তারা কোনটি বেছে নেবে।’