আইপিএল

আইপিএলে কোচদের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগের ঘাটতি দেখছেন কুলদীপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:10 মঙ্গলবার, 14 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত ক্রিকেটার কুলদীপ যাদব। গত দুই মৌসুমে সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাননি এই চায়নাম্যান স্পিনার। কলকাতা তাঁকে দলে রাখলেও এবারের আসরে এখন পর্যন্ত একাদশে খেলার সুযোগ দেয়নি।

জাতীয় দলে কোচদের সঙ্গে ক্রিকেটারদের ভালো সম্পর্ক থাকলেও আইপিএলের কোচদের সঙ্গে সেটা হয়ে উঠে না বলে মনে করেন কুলদীপ। বাঁহাতি এই স্পিনারে দাবি, অল্প সময়ের জন্য কাজ করার কারণে বিদেশি কোচদের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগের বড় একটা ঘাটতি রয়েছে। যা সম্পর্কেও প্রভাব ফেলে।

একজন ক্রিকেটারের শক্তিমত্তা কিংবা দুর্বলতা সবই জানেন সেই দলের কোচ। কোচদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে ক্রিকেটারদের সবচেয়ে ভালো করে জানেন তারাই। কিন্তু সেটার জন্যও একটা নিদির্ষ্ট সময়ের দরকার হয়।

আইপিএলে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিতে বিদেশি কোচ থাকায় তাদের সাথে অল্প সময়ের যোগাযোগ থাকে ক্রিকেটারদের। যার প্রভাব পড়ে তাদের সম্পর্কে। এমনটাই মনে করছেন কলকাতার এই স্পিনার। তাঁর মতে, ক্রিকেটারদের কাছে দল কি চায় সেটাও অনেক সময় বুঝতে পারেন না ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে কুলদীপ বলেন, ‘কোচের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে সে আপনাকে ভালো বুঝবে। কিন্তু আপনি যদি তার সঙ্গে ভালোভাবে যোগাযোগ না করতে পারেন ,তাহলে এটা খুবই কঠিন হবে। কখনও কখনও এমন হবে যে, আপনি জানবেনই না ম্যাচে খেলবেন কি না এবং দল আপনার কাছে কি চায়।’

আইপিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা থাকে অল্প সময়ের। তাই এখানে পরিকল্পনা মতো ক্রিকেটারদের মাঠে গিয়ে পারফর্ম করাটা কঠিন কাজ। এমনকি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা বুঝাটাও সহজ ব্যাপার না।

তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে আপনার মনে হবে, দলের প্রয়োজনে এই ম্যাচে আপনার খেলা উচিত কিন্তু দেখবেন আপনি দলে নেই এবং আপনি জানেন না কোন কারণে এই ম্যাচ থেকে আপনি বাদ পড়েছেন। এখানে টিম ম্যানেজমেন্ট দুই মাসের পরিকল্পনা নিয়ে কাজ করে তাই এটা বোঝা খুবই মুশকিল।’