Connect with us

আইপিএল

ফিনিশার হয়ে উঠতে চান জাদেজা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারতের একাদশে নিয়মিত রবীন্দ্র জাদেজা। সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজেও দলের মূল স্পিনারের ভূমিকায় ছিলেন এই বাঁহাতি। যদিও এবার ফিনিশার হয়ে ওঠায় ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিতই ছয় বা সাত নম্বরে ব্যাট করেন জাদেজা। সেই জায়গায় নিজেকে আরও পাকাপোক্ত করতে নিজেকে তৈরি করছেন ভারতীয় এই অলরাউন্ডার। সুযোগ এলে নিজেকে আরও মেলে ধরতে চান তিনি।

জাদেজা বলেন, 'ম্যাচ ফিনিশ করে যত বেশি সম্ভব দলকে জেতাতে চাই। এখন নিজের উপর অনেকটাই বিশ্বাস চলে এসেছে আমার। ক্রিজে গিয়ে নিজেকে আরও সময় দিতে শিখেছি। কোনো সময়ে দলের হয়ে ম্যাচ শেষ করার সুযোগ এলেই সেটা দু’হাত বাড়িয়ে গ্রহণ করব।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ জাদেজা। বিপর্যয়ে পড়া ভারতকে অনেক সময় ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন ধোনি। এ কারণে বিশ্বের অন্যতম সেরা ফিনিশারও ধরা হয় তাকে ধোনির পরামর্শ নিয়ে নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তুলতে চান জাদেজা।

তিনি বলেন, 'ধোনি ভাই বরাবর আমাকে বলে সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে। চাপের সময় সব সময় ভাবতে বলেছে যে, আমি যেমন চাপে রয়েছি বোলারও তেমন চাপে রয়েছে। তাই শুধু নিজের ব্যাপারে নয়, বোলারের ব্যাপারেও ভাবতে হবে। আমার ক্রিকেট জীবনে তার অসাধারণ প্রভাব রয়েছে।'

প্রায় এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। সাবেক এই অধিনায়ককে আন্তর্জাতিক ক্রিকেটে মিস করেন বলে জানালেন জাদেজা। তিনি বলেন, 'আগে কোনও ভুল হলেই ছুটে এসে আমার সঙ্গে কথা বলত। ঠিক কোন জায়গায় আমাকে আরও বেশি নজর দিতে হবে সেটা বলে দিত। ১২ বছর ধরে তার সঙ্গে সম্পর্ক। তাই তাকে মিস করি।'

সর্বশেষ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আশা জাগিয়েও হারল মুস্তাফিজের রাজস্থান

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

তবুও কিশানে ভরসা রাখছেন রোহিত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

ক্রিকেটের উন্নয়নে খরচ চান দূর্জয়

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

শাস্তি কমছে না মেন্ডিস-ডিকওয়েলাদের

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

হ্যাটট্রিক হিরো হার্শালের প্রশংসায় গাভাস্কার

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

উদ্ভট যুক্তিতে রাহুলকে বেঙ্গালুরুর অধিনায়ক চান স্টেইন

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

রাসেলের চোট নিয়ে কলকাতার উদ্বেগ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ঘরের ছেলে হয়ে থাকতে চান রশিদ

আর্কাইভ

বিজ্ঞাপন