টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

শামসির হুশিয়ারী, বিশ্বকাপের প্রোটিয়া দলটি ফেলনা নয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:59 সোমবার, 13 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নির্ধারিত সময়ের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলটিতে নেই ফাফ ডু প্লেসি, ইমরান তাহির ও ক্রিস মরিসদের মতো টি-টোয়েন্টির ফেরিওয়ালা।

ফলে অনেকেই মনে করছেন বিশ্বকাপে চোকার খ্যাত দলটি এবারও ভালো করতে পারবে না। এ ছাড়া তরুণ ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করাটাও তাদের জন্য কঠিন হয়ে দাড়াবে।

ক্রিকেট বোদ্ধাদের এই ধরণের যুক্তির সঙ্গে একমত নন তাবরিজ শামসি। বর্তমানে টি-টোয়েন্টির এক নম্বর বোলার জানিয়েছেন, বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার এই দলটি অন্য দলগুলোর মতোই শক্তিশালী।

তিনি বলেন, 'আমি মনে করি, এই দলটি ফেলনা নয়। আমি মনে করি আমরা বেশ ভালো অবস্থানে আছি। আমি জানি লোকেরা অতীতের দুর্দান্ত দলগুলির কথা বলবে, কিন্তু এই দলটি তাদেরই সমান।'

গত ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডু প্লেসি। যদিও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। সাবেক এই অধিনায়কের সঙ্গে স্কোয়াডে জায়গা হয়নি ইমরান তাহিরেরও।

এই স্পিনার ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। কিন্তু টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন। এদিকে তারকা অলরাউন্ডার ক্রিস মরিসের না থাকা বড় চমক প্রোটিয়াদের জন্য।

এইসব টি-টোয়েন্টির তারকা ক্রিকেটাররা না থাকাকে খুব একটা সমস্যা মনে করছেন না শামসি। বরং তার মতে এই দলটিতে পরিচিত ক্রিকেটাররা নাই বলেই যে তরুণরা ভালো নন এমনটিও মানতে নারাজ তিনি।

শামসি বলেন, 'আমাদের অনেক বড় নাম নাও থাকতে পারে। আমি আগেও উল্লেখ করেছি যে এটি কারণ আমরা এত বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। ক্রিকেটাররা ভালভাবে পরিচিত নয় তার অর্থ এই নয় যে খেলোয়াড়রা ভাল নয়।'