Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

বিকল্প নয়, শেষ টেস্টটিই খেলতে চায় ভারত


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলেনি ভারত। এরপর গুঞ্জন ছিল এই টেস্টের বদলে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে তারা। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, পরবর্তী ইংল্যান্ড সফরে বাতিল হওয়া সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে চায় ভারত।

ইংল্যান্ডের মাটিতে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল এক যুগেরও বেশি সময় আগে। এবার বিরাট কোহলিদের সামনে বড় সুযোগ ছিল সেই দীর্ঘ অপেক্ষা অবসানের। চার ম্যাচ শেষে ভারত সিরিজে এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। সৌরভ বলছেন, এই সুযোগ হাতছাড়া করতে চায়না তারা।

এ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘আমরা এই সিরিজ শেষ করতে চাই। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে আমরা কোনো টেস্ট সিরিজ জিতিনি। বিসিসিআই বিশ্বাস করে টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ তাই আমরা এ ব্যাপারে কোন আপোষ করব না।’

তিনি আরও বলেন, ‘আমরা অতিরিক্ত ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে প্রস্তুত আছি কিন্তু সেটা এই টেস্টের বিকল্প হিসেবে নয়। ইংল্যান্ডের সঙ্গে পরবর্তীতে যে টেস্ট ম্যাচটি খেলা হবে তা হবে এই সিরিজের পঞ্চম ম্যাচ।’

করোনা মহামারিতে ম্যাচ বাতিল হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চে ঘরের মাঠে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজ বাতিল করেছিল ভারত। সৌরভের মতে সেই ঘটনায় বিসিসিআইয়ের ক্ষতি হয়েছিল বড় অঙ্কের অর্থ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৮ মাসে কোভিড-১৯ এর কারণে সিরিজ বাতিল হওয়ার নজির আছে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ঘরের সিরিজ বাতিল করা হয়েছিল। যেখনে আমাদের ক্ষতি হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ মিলিয়ন পাউন্ড।’

সর্বশেষ

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

চিঠি পেয়েছে বিসিবি, ক্রিকেটকেই বেছে নিলেন সাকিব

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

জিম্বাবুয়ে সিরিজে খেলতে দ্য হানড্রেড ছাড়ছেন জাম্পা

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

ছিটকে গেলেন রাব্বি, এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন-সোহানেরও

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সাকিবসহ আমরা হেরেছি, আবার ওকে ছাড়াও জিতেছি: পাপন

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

রুটকে টপকে টেস্টেও শীর্ষ ব্যাটার হবেন বাবর, বিশ্বাস জয়াবর্ধনের

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

চুক্তি বাতিল না করলে সাকিব দলেই থাকবে না: পাপন

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

দলে বর্ণবাদের শিকার হতেন টেলর

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

উইলিয়ামসন ২০০ স্ট্রাইক রেটেও খেলতে পারে: কনওয়ে

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সাউথ আফ্রিকার লিগে দেখা যেতে পারে ধোনিকে

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

কেপটাউনে রশিদ-লিভিংস্টোন, পার্লে বাটলার

আর্কাইভ

বিজ্ঞাপন