আইপিএল

বিশ্বকাপের প্রস্তুতি আইপিএলে নিতে চান কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:30 সোমবার, 13 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লম্বা সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। কিন্তু কখনোই চ্যাম্পিয়নের মুকুট পাওয়া হয়নি তার। সংযুক্ত আরব আমিরাতে এবার ইতিহাস বদলে দিতে চান কোহলি। একইসঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আইপিএলেই সারতে চান তিনি।

স্থগিত হওয়ার পূর্বে এবারের আসরে দারুণ ছন্দে ছিল বেঙ্গালুরু। আট দলের মধ্যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। টুর্নামেন্টে করোনা হানা দেওয়ার আগে ৭ ম্যাচ খেলে বেঙ্গালুরু জয় পেয়েছে পাঁচটিতে। এমন পারফর্ম্যান্সের পর এবার আরব আমিরাত পর্বে ভালো কিছু করতে মুখিয়ে আছেন কোহলিরা।

আইপিএলে নিজের দল নিয়ে আশাবাদী কোহলি বলেন, ‘আমাদের বদলি খেলোয়াড়রা বেশ দক্ষ, বিশেষ করে আরব আমিরাতের মতো কন্ডিশনে তারা কার্যকরি। শেষবার আমরা দারুণ ছন্দে ছিলাম, এই পর্বে দল হিসেবে ভালো শুরুর করতে আমি মুখিয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘আশা করি আইপিএলে আমরা নিরাপদ পরিবেশে খেলতে পারব এবং দারুণ একটি আইপিএল শেষ করে বিশ্বকাপে যেতে পারব। আমার মতে এটি একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ আসর হবে যা রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু ও আমাদের ভারত দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বেঙ্গালুরুর বোলিং ইউনিটে কোহলির বড় অস্ত্র মোহাম্মদ সিরাজ। বিশেষ করে নতুন বলে সে দারুণ কার্যকরি। স্থগিত হওয়ার পূর্বে এবারের আসরে ৭ ম্যাচে তিনি শিকার করেছেন ৬ উইকেট। যেখানে তিনি বোলিং করেছেন ৭.৩৪ ইকোনোমিতে।

এবার আরব আমিরাত পর্বে খেলতে মুখিয়ে আছেন সিরাজও। তিনি বলেন, ‘অনেক দিন পর বেঙ্গালুরু পরিবারে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত, আইপিএলে খেলতে আমি মুখিয়ে আছি। পয়েন্ট টেবিলে আমরা ভালো অবস্থানে আছি এটাই স্বস্তিদায়ক।’