ইংল্যান্ড- ভারত সিরিজ

ক্রিকেটারদের দোষারোপ না করার আহ্বান সৌরভের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:12 সোমবার, 13 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আগেভাগে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চেয়েছিল ভারতের ক্রিকেটাররা, আর তাই ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলতে চায়নি তারা- ম্যানচেস্টার টেস্ট বাতিলের পর এমন অভিযোগ তুলে ভারতীয়দের দোষারোপ করতে দেখা গেছে ক্রিকেট সংশ্লিষ্ট অনেককেই। চারপাশ থেকে আসা এমন সমালোচনা প্রতিহত করলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ক্রিকেটারদের ম্যানচেস্টার টেস্ট না খেলার কারণ হিসেবে কোচ রবি শাস্ত্রী ও ফিজিও যোগেশ পারমার করোনায় আক্রান্ত হওয়াকেই উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের দোষারোপ না করার আহবানও জানান সৌরভ।

এ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘খেলোয়াড়েরা ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে কিন্তু আপনি তাদের দোষারোপ করতে পারেন না। ফিজিও যোগেশ পারমার খেলোয়াড়দের সংস্পর্শে এসেছিল। নিতিশ প্যাটেল একমাত্র ব্যক্তি হিসেবে কেবল আইসোলেশনে চলে গিয়েছিল। সে খেলোয়াড়দের সাথে অবাধে মিশেছিল, পরে আবার কোভিড-১৯ পরীক্ষাও করিয়েছিল।’

পারমার করোনায় আক্রান্ত হওয়ায় দলের ক্রিকেটাররা স্তম্ভিত হয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন বিসিসিআই সভাপতি। এমন পরিস্থিতিতে তারা নিজেরাও করোনায় হয়েছিল বলে আশঙ্কায় পড়েছিল ক্রিকেটাররা। বিষয়টি তাদের অনেক ভয় পাইয়ে দিয়েছিল বলে জানিয়েছেন সৌরভ।

ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার বলেন, ‘সে (পারমার) খেলোয়াড়দের বার্তাও দিয়েছিল যে সে তাদের দৈনন্দিন কর্মকান্ডের সঙ্গী। খেলোয়াড়দের স্তম্ভিত হয়ে হয়ে গিয়েছিল যখন তারা শুনতে পেয়েছে সে করোনায় আক্রান্ত হয়েছে। খেলোয়াড়েরা আশঙ্কা করেছিল তারা নিশ্চয়ই এতে আক্রান্ত হয়েছে। এতে তারা অনেক ভয় পেয়েছিল।’

এর আগে মাইকেল ভন দাবি করেছিলেন, আইপিএলের দ্বিতীয় পর্বে মনোযোগ দিতেই ম্যানচেস্টার টেস্ট খেলেনি ভারতের ক্রিকেটাররা। যদিও ভারতের ক্রিকেটারদের পক্ষেই কথা বলেছিলেন নাসের হুসেইন ও ইরফান পাঠান। দলে করোনা সংক্রমণ হওয়ায় ক্রিকেটারদের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন তারা।