আইপিএল

রানমেশিন ইনজুরিতে, বিপাকে চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:16 সোমবার, 13 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্ব শুরু হওয়ার আগেই বিপাকে পড়েছে চেন্নাই সুপার কিংস। দলটির 'রানমেশিন' ওপেনার ফাফ ডু প্লেসি কুঁচকির চোটে পরেছেন। যার কারণে আইপিএলের দ্বিতীয় অংশের শুরুর কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন এই দক্ষিণ আফ্রিকান।

আইপিএল দ্বিতীয় ভাগের শুরুর ম্যাচে আগামি ১৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে চেন্নাই। সেই ম্যাচের কয়েকদিন আগেই দুঃসংবাদ শুনতে হলো চেন্নাইকে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গত রবিবার ইনজুরিতে পরেছেন সেন্ট লুসিয়ায় অধিনায়কত্ব করা ডু প্লেসি। ইনজুরিতে পরার আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ডু প্লেসি।

ইনফর্ম এই ডানহাতি ব্যাটসম্যানের ইনজুরিতে বিপাকে পড়েছে সেন্ট লুসিয়াও। বর্তমানে দলটির সেমিফাইনাল ভাগ্য গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পারফরম্যান্সের ওপর নির্ভর করলেও কোনোভাবে যদি দলটি সেমিফাইনালে যায়, তাহলে ডু প্লেসির অনুপস্থিতি ভোগাবে দলকে।

আইপিএলের প্রথম ভাগে দারুণ ফর্মে ছিলেন ডু প্লেসি। সাত ম্যাচ খেলে ৬৪ গড় এবং ১৪৫.৪৫ স্ট্রাইক রেটে ৩২০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৯৫* রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে।

৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে আইপিএল ইতিহাসের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যানও বলা যায়। ৯১ ম্যাচে ৩৪.৯৬ গড় এবং ১৩১.০৩ স্ট্রাইক রেটে দুই হাজার ৬২২ রান করেন তিনি। যেখানে সর্বোচ্চ ৯৬ রানের একটি ইনিংস আছে, হাফ সেঞ্চুরি আছে ২০টি।