Connect with us

ইংল্যান্ড - ভারত সিরিজ

আবারও মাঠে গড়াবে ম্যানচেস্টার টেস্ট, আশাবাদী অ্যান্ডারসন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চতুর্থ টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের কোচিং প্যানেল। এরপর ম্যানচেস্টার টেস্ট শুরুর আগে আক্রান্ত হয়েছিলেন ভারতের আরও এক ফিজিওথেরাপিস্ট। যে কারণে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার উদ্বেগ প্রকাশ করায় পঞ্চম ও শেষ টেস্ট বাতিল করা হয়। 

যদিও অনেকের ধারণা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও অর্থের কারণে বাতিল হয়েছে ম্যানচেস্টার টেস্ট। জেমস অ্যান্ডারসন অবশ্য কাউকে দোষারোপ না করে আবারও ম্যানচেস্টার টেস্ট খেলার স্বপ্ন দেখেন। অভিজ্ঞ এই পেসারের বিশ্বাস, আবারও মাঠে গড়াবে ম্যানচেস্টার টেস্ট। 

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের গ্রীষ্মটা এভাবে শেষ হবে এটা খুবই লজ্জাজনক। তাদের সবার জন্য খারাপ লাগছে যারা কিনা টিকেট, ট্রেন, হোটেল, ভক্তদের সিটের জন্য অর্থ দিয়েছে এবং সে সকল সমর্থকরা সিরিজটির শেষ দেখতে চেয়েছিলেন।’

অভিজ্ঞ এই পেসার আরও বলেন, ‘আমি আশা করি যে কোনো এক সময়ে এটা আবার খেলা হবে। আশা করি আমার ঘরের মাঠে আমি আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবো। যেটাকে আমি খুব ভালোবাসি।’

আগামী বছর আবারও ইংল্যান্ড সফরে যাবে ভারত। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকে গুঞ্জন ওঠেছে যে এই টেস্টের পরিবর্তে বাড়তি একটি বা দুটি টি-টোয়েন্টি খেলতে চায় ভারত। 

যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 

সর্বশেষ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

হায়দরাবাদের পরিকল্পনায় নেই ওয়ার্নার: ইরফান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

একাদশে সাকিবের না থাকার কারণ জানালেন কলকাতার সহকারী কোচ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

ওয়ার্নারদের সাইডবেঞ্চে রাখার ইঙ্গিত বেলিসের

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

স্বপ্ন দেখিয়েও সালমানকে দলে নিচ্ছে না পাকিস্তান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

তবুও একাদশে নেই সাকিব

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

বিশ্বকাপের জন্য হার্দিককে জমিয়ে রাখছেন রোহিত

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মঈনের অবসর ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি: রুট

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মুশফিক-ইমরুলের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

উইজডেন ইন্ডিয়ার এশিয়া-সেরা একাদশে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

আর্কাইভ

বিজ্ঞাপন