আইপিএল

কারও দাঁত পড়লেও কি আইপিএলের দোষ, প্রশ্ন ইরফানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:33 রবিবার, 12 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের কয়েকজন ক্রিকেটার করোনার প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে বাতিল করা হয় ইংল্যান্ডের-ভারত পঞ্চম ও শেষ টেস্ট। যদিও আগামী বছর এই টেস্টের পরিবর্তে বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা শোনা যাচ্ছে। তবে ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার পর ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করছেন। 

যদিও তাঁদের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এদিকে মাইকেল ভন, মাইক আথারটনদের সমালোচনার জবাব দিয়েছেন ইরফান পাঠান। তাঁদের সমালোচনার জবাব দিতে গিয়ে রাগান্বিত হয়ে ইরফান জানিয়েছেন, কারও দাঁত পড়লেও কি আইপিএলের দোষ হবে।

চতুর্থ টেস্ট চলাকালীন ভারতের কোচিং প্যানেল আক্রান্ত হলেও ম্যাচ চলমান ছিল। তবে ম্যানচেস্টার টেস্ট শুরুর আগে ভারতের আরেক ফিজিওথেরাপিস্ট করোনা আক্রান্ত হলে শঙ্কা তৈরি হয় পঞ্চম টেস্ট নিয়ে। তাতে ম্যাচ শুরুর আগেরদিন সেটি বাতিল করে দুই দেশের ক্রিকেট বোর্ড। 

এরপর থেকেই আইপিএলের দিকে সমালোচনার তীর ছুঁড়ছিলেন ভন, আথারটনের মতো ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। কারণ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। তাঁদের দাবি, আইপিএলকে প্রাধান্য দিতেই এই টেস্ট বাতিল করেছে ভারত। তাঁদের জবাব দিতে দিয়ে ইরফান এক টুইটে বলেন, ‘'আমার দাঁত যদি পড়ে যায়, তাহলেও কি আইপিএলকে দোষ দোষারোপ করব?

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজে করোনা আক্রান্তের খবর আসলেও শেষ পর্যন্ত দুদিনের বিরতিতে খেলা শুরু হয়েছিল। কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট বাতিল করায় আইপিএল এবং অর্থকে দায় দিয়েছেন ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করেন, আইপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হতো বলেই টেস্ট খেলতে চায়নি ভারতের ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে ভন বলেন, ‘সত্যি বলতে এটার মূল কারণ অর্থ এবং আইপিএল। দলের কোনো সদস্য করোনায় আক্রান্ত হলে আইপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হতো এমন ধারণা থেকেই ক্রিকেটাররা টেস্ট খেলতে রাজি ছিল না। যার ফলে ম্যাচটি বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই আমরা দেখব ক্রিকেটাররা আইপিএলে খেলছে। তাদের পিসিআর পরীক্ষায় বিশ্বাস করা উচিত ছিল। আমাদের সকলেরই এখন কোভিড সম্পর্কে ধারণা আছে। আমরা জানি কিভাবে এর সঙ্গে মানিয়ে চলতে হবে। পাশাপাশি ক্রিকেটাররা দুই ডোজ ভ্যাক্সিন নিয়েছে এবং জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিল।