ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ডু প্লেসি-তাহির-মরিসদের দলে না থাকার কারণ জানালেন স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:00 রবিবার, 12 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কিন্তু প্রোটিয়াদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গায় হয়নি  ফাফ ডু প্লেসি, ক্রিস মরিস, ইমরান তাহিরদের। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে দলে না নেয়ার কারণ ব্যাখা করেছে গ্রায়েম স্মিথ। মূলত তরুণ ক্রিকেটারদের দলে জায়গা দিতেই বাদ দিতে হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারদের।

২০১৯ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকার খেলা ৫৪ ম্যাচে মাত্র ১৭টি'তে খেলেছেন ৩৭ বছর বয়সী ডু প্লেসি। বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকায় অনুমেয়ভাবেই বিশ্বকাপের তালিকায় ছিলেন না তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডু প্লেসির ফর্ম আশা জাগাচ্ছিলো তাঁকে। তবে তরুণদের জায়গা দিতে সাবেক অধিনায়ককে বাদ দিয়েছে সিএসএস।

এই ব্যাপারে সিএসএ'র ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ বলেন, 'দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এতো বছরের অবদানের কারণে আমরা ফাফ ডু প্লেসির প্রতি কৃতজ্ঞ। তবে এখন নতুন ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। নতুন দিনের নায়কও আমাদের তৈরি করতে হবে।'

মরিসের ব্যাপারটি অবশ্য কিছুটা ভিন্ন। ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তাকে খুঁজে পায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত না থাকায় বিশ্বকাপের দলে রাখা হয়নি মরিসকে।

এই প্রসঙ্গে স্মিথ বলেন, 'ক্রিস ব্যস্ততার কারণে নেই। ক্রিসের এজেন্টের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। টাইটান্সের সিইও'র কাছে জানতে পেরেছি ক্রিস আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ফ্রি নেই।'

এদিকে গত বিশ্বকাপের পর থেকেই দক্ষিণ আফ্রিকার তরুণ স্পিনারদের সফলতা পেতে দেখা যাচ্ছে। তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে, কেশব মহারাজরা নিয়মিতই বল হাতে উইকেটের দেখা পাচ্ছেন। এ কারণে ৪২ বছর বয়সী ইমরান তাহিরকে বিবেচনা করছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সিএসএ'র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'অলরাউন্ডারদের মধ্যে জর্জ লিন্ডে বেশ ভালো বোলিং করছে। লিন্ডের পাশাপাশি মহারাজ, শামসিরাও দারুণ বোলিং করছে। মার্করামকে সঙ্গে নিয়ে কলম্বোতে তৃতীয় ম্যাচে ৪০ ওভারে আট উইকেট নিয়ে ১৪২ রান দিয়েছে তারা! বিশেষ করে লিন্ডে কীভাবে জায়গা না পায়?'