ইংল্যান্ড ক্রিকেট

বয়স ৩৯, নিজেই মানছেন না অ্যান্ডারসন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:42 রবিবার, 12 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে সিরিজের পরই গুঞ্জন ওঠে আগামি গ্রীষ্মের আগেই হয়তো অবসরে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। যদিও ক্রিকেট ছাড়ার পরিকল্পনা মাথায়ই নেই ইংল্যান্ডের এই পেসারের। নিজের ফিটনেসকেই মূলমন্ত্র মানা অ্যান্ডারসন খেলতে চান আরও অন্তত আরেকটি গ্রীষ্মে!

বয়স ৩৯। তবুও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে চলেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই ডানহাতি পেসার প্রতিনিয়তই ইংল্যান্ডের টেস্ট জয়ে অবদান রাখছেন।

টেস্টে ইংল্যান্ড একাদশে অ্যান্ডারসন থাকবেন না, এ যেন মেনেই নেয়া যায় না। গত কয়েক বছর আরেক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে সঙ্গে নিয়ে ঘরে বা বাইরের মাটিতে অসংখ্য ম্যাচ জয়ে অবদান রেখেছেন টেস্ট ক্রিকেটে ৬৩২ উইকেটের মালিক অ্যান্ডারসন।

আর সাম্প্রতিক সময়ে ওলি রবিনসন, ক্রিস ওকস, ক্রেইগ ওভারটনদের সঙ্গে নিয়েও সফল ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই পেসার। ইংল্যান্ডের হয়ে বর্তমানে শুধুমাত্র টেস্ট খেলার কারণে কার্যক্ষমতা অনেকটাই নিয়ন্ত্রণে অ্যান্ডারসনের।

টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া এই পেসার বলেন, 'আমি আরেকটি গ্রীষ্ম না খেলতে পারার কারণ দেখছি না। ক্রিকেটীয় বিবেচনায় আমার বয়স বলছে আমি বুড়ো। ২০১৫ সালে আমি শেষবার সাদা বলের ক্রিকেট খেলেছি। এরপর থেকে আমার ব্যস্ততা কমেছে। কার্যক্ষমতা ঠিকমতো রাখতে পেরেছি।'

গত কয়েক বছরে অ্যান্ডারসনের এই সফলতার কারণ তার ফিটনেস। ফিটনেস এতোটাই সাবলীল রেখেছেন যে, নিজের বয়স ৩৯- এটাও মানতে নারাজ এই ইংলিশ পেসার।

অ্যান্ডারসন আরও বলেন, 'আমাকে ৩৪-৩৫ বছরের ক্রিকেটারের মতো দেখায় এবং আমি সেভাবেই নিজেকে গড়ে তুলেছি। হ্যাঁ লোকে বলে, আমার বয়স ৩৯ এবং সামনেই শেষ করা উচিত। কিন্তু আমি মনে করি না আমার বয়স ৩৯!'