promotional_ad

ডিআরএসের কারণে মর্যাদা হারাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হেরে পাকিস্তান সফরে গেছে নিউজিল্যান্ড। আসন্ন এই সফরে তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে এই দুই দল।


আসন্ন এই সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এর ফলে এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের মর্যাদা হারাচ্ছে। 


promotional_ad

মূলত দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।


আইসিসির বিশ্বকাপ কোয়ালিফায়ারে ডিআরএস থাকা বাধ্যতামূলক। মূলত কারিগরি কারণে এই সিরিজে ডিআরএস নিশ্চিত করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (ডিআরএস)।


২০২২-২৩ মৌসুমে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে কিউইরা। সিরিজের সেই তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।


চলতি সফর দিয়ে দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে কিউইরা। এই দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর।


সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। এরপর লাহোরে এই দুই দল খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৫, ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball