Connect with us

ইংল্যান্ড- ভারত সিরিজ

কোহলিদের দোষ দিতে চান না নাসের হুসেইন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপে ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টটি বাতিল হয়েছে। ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাই দেশে ফিরছে ভারত। ম্যানচেষ্টার টেস্ট বাতিলের দায় ভারতের টিম ম্যানেজমেন্টকে দিচ্ছেন অনেক ক্রিকেট বোদ্ধা। যদিও এর সঙ্গে একমত নন নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক টেস্ট বাতিলের ঘটনায় ভারতের দোষ দেখছেন না। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, ক্রিকেটের ব্যস্ত সূচিই এর জন্য দায়ী।

দ্য ওভালে টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। এছাড়া ভারত অরুণ, আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলও করোনার কারণে আইসোলেশনে ছিলেন। সেই সময়ে করোনা পরীক্ষায় ভারতের ক্রিকেটাররা অবশ্য নেগেটিভ হয়েছিলেন।

কিন্তু পঞ্চম টেস্ট শুরুর আগে ম্যানেজমেন্টের আরও এক সদস্য করোনায় আক্রান্ত হন। এমন খবরের পরই গুঞ্জন ওঠেছিল পঞ্চম টেস্ট না খেলিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের দেশে ফেরাতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরবর্তীতে ক্রিকেটাররা শঙ্কা প্রকাশ করায় শেষ পর্যন্ত বাতিল করা হয় সিরিজের শেষ টেস্ট।

নাসের মনে করছেন ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলেই তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। তার মতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বরং তিনি মনে করছেন, ক্রিকেটের ব্যস্ত সূচিই এই ঘটনার জন্য দায়ী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতকে দোষারোপ করবেন না, এটার জন্য ক্রিকেটের ব্যস্ত সূচিই দায়ী। সিরিজের শেষ টেস্ট বাতিল হওয়া নেতিবাচক ছিল যা দর্শকদের জন্য দুঃখজনক ছিল, কিন্তু আমরা এই করোনা পরিস্থিতিতে খেলার মধ্যে আছি এটাও বড় ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না কারণ গত গ্রীষ্মে জৈব সুরক্ষা বলয়ে থাকার অভিজ্ঞতা আমারও হয়েছে। সেই সময়ে কেউ যদি আমাকে অতিরিক্ত কিছু দিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে বলতো তাহলে আমিও মেনে নিতাম না।’

সর্বশেষ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

তিনদিনেই শেষ লর্ডস টেস্ট, ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পারফর্ম করেই আবার পাকিস্তান দলে ফিরতে চান হাসান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

রিজওয়ানের পরামর্শেই সফল সালমান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ওয়াসিম আকরাম-শাস্ত্রীদের সঙ্গী আথার আলী

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এখনও জাদেজার ছায়ায় অক্ষর, দাবি আকাশ চোপড়ার

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে: শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

কোচ যেই থাকুক, সেরা একাদশ সাকিবই ঠিক করে: পাপন

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পাঞ্জাব কিংসের কোচ হচ্ছেন মরগান

আর্কাইভ

বিজ্ঞাপন