ইংল্যান্ড- ভারত সিরিজ

কোহলিদের দোষ দিতে চান না নাসের হুসেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:37 শনিবার, 11 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপে ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টটি বাতিল হয়েছে। ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাই দেশে ফিরছে ভারত। ম্যানচেষ্টার টেস্ট বাতিলের দায় ভারতের টিম ম্যানেজমেন্টকে দিচ্ছেন অনেক ক্রিকেট বোদ্ধা। যদিও এর সঙ্গে একমত নন নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক টেস্ট বাতিলের ঘটনায় ভারতের দোষ দেখছেন না। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, ক্রিকেটের ব্যস্ত সূচিই এর জন্য দায়ী।

দ্য ওভালে টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। এছাড়া ভারত অরুণ, আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলও করোনার কারণে আইসোলেশনে ছিলেন। সেই সময়ে করোনা পরীক্ষায় ভারতের ক্রিকেটাররা অবশ্য নেগেটিভ হয়েছিলেন।

কিন্তু পঞ্চম টেস্ট শুরুর আগে ম্যানেজমেন্টের আরও এক সদস্য করোনায় আক্রান্ত হন। এমন খবরের পরই গুঞ্জন ওঠেছিল পঞ্চম টেস্ট না খেলিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের দেশে ফেরাতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরবর্তীতে ক্রিকেটাররা শঙ্কা প্রকাশ করায় শেষ পর্যন্ত বাতিল করা হয় সিরিজের শেষ টেস্ট।

নাসের মনে করছেন ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলেই তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। তার মতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বরং তিনি মনে করছেন, ক্রিকেটের ব্যস্ত সূচিই এই ঘটনার জন্য দায়ী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতকে দোষারোপ করবেন না, এটার জন্য ক্রিকেটের ব্যস্ত সূচিই দায়ী। সিরিজের শেষ টেস্ট বাতিল হওয়া নেতিবাচক ছিল যা দর্শকদের জন্য দুঃখজনক ছিল, কিন্তু আমরা এই করোনা পরিস্থিতিতে খেলার মধ্যে আছি এটাও বড় ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না কারণ গত গ্রীষ্মে জৈব সুরক্ষা বলয়ে থাকার অভিজ্ঞতা আমারও হয়েছে। সেই সময়ে কেউ যদি আমাকে অতিরিক্ত কিছু দিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে বলতো তাহলে আমিও মেনে নিতাম না।’