বিপিএল

বিপিএলে বিদেশিরা না এলে নিজেদের মধ্যে টুর্নামেন্ট চান পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:55 শনিবার, 11 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশে করোনা ভাইরাস আবির্ভাবের পর এখন পর্যন্ত মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জৈব সুরক্ষা বলয়ের কড়া নিয়মে সামগ্রিক বাস্তবিকতায় বিপিএল আয়োজন একটু কঠিন হলেও আশা হারাচ্ছেন না নাজমুল হাসান পাপন। এমনকি বিপিএলে বিদেশি ক্রিকেটার না এলে নিজেদের মধ্যে টুর্নামেন্ট করার বিকল্প পরিকল্পনাও মাথায় রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে আয়োজন করা হয়ে থাকে বিপিএল। এবারও সেই সময়ে বা এরপরে বিপিএল আয়োজনের সুযোগ রয়েছে বিসিবির সামনে। যদিও করোনা পরিস্থিতির কারণে পুরো ব্যাপারটি থাকছে অনিশ্চয়তার মাঝে।

গত শুক্রবার গণমাধ্যমকে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে স্লট। খেলার সময় আছে কি না। আমি শুধু এটুকুই বলতে পারি- বিপিএলের স্লট আছে। এত আগে কিছু বলার উপায় নেই। যেসব দেশ করোনার দিক দিয়ে নিরাপদ মনে করেছিল, তারা এখন দ্বিতীয়, তৃতীয় হয়ে চতুর্থ ঢেউ সামলাচ্ছে। সামনে কী পরিস্থিতি হবে আমরা কেউ জানি না। পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে।’

গতবার বিপিএল খেলার সময়ে নিজেদের মধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। সেই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনে অংশ নিয়েছিল বিসিবি।

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তকে তিনটি দলের অধিনায়ক বানিয়ে শুধুমাত্র দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্ট। এবারও বিসিবির বিকল্প পরিকল্পনায় জায়গা পাচ্ছে এমন কোনো টুর্নামেন্ট।

পাপন আরও বলেন, ‘আমরা তো খেলতেই পারি। কিন্তু বাইরে থেকে যদি ভালো খেলোয়াড় না আনতে পারি তাহলে তো এটাকে বিপিএল বলা যাবে না। আমরা নিজেদের মধ্যে টুর্নামেন্ট করতে পারব। আমাদের জায়গা রাখা আছে, পরিকল্পনা আছে। পরিস্থিতির ওপর নির্ভর করছে।’