বাংলাদেশ ক্রিকেট

তামিম-মাহমুদউল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই, জানালেন পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:29 শুক্রবার, 10 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নাম সরিয়ে নিয়েছেন। এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলেছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে এই বাঁহাতি ওপেনারের সমস্যা চলছে।

যদিও এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, সিনিয়র এই দুই ক্রিকেটারের মধ্যে কোনো সমস্যা নেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বিসিবি সভাপতি বলেছেন, 'প্রথম কথা হলো, ওয়ানডে অধিনায়কের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের... তার মানে আপনারা তামিমের সঙ্গে রিয়াদের (মাহমুদউল্লাহ) সমস্যার কথার বলছেন বা আছে কিনা। এখন জৈব সুরক্ষা বলয় চলছে। দলের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। তারপরও আমি যতটুকু দেখেছি, আমি কোনো সমস্যা দেখিনি।'

খবর রটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের সময় তামিমকে স্কোয়াডে নিতে অনীহা প্রকাশ করেছিলেন মাহমুদউল্লাহ। সেই সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের প্রথম পছন্দের ওপেনারও ছিলেন না তিনি।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে গিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আর সর্বশেষ জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।

তাদের কাছ থেকে খোঁজ নিয়েও পাপন বলেছেন, 'আমি জালাল ভাইকে জিজ্ঞেস করেছি, যিনি গিয়েছিলেন দলের সঙ্গে, আমি ববি ভাইকে জিজ্ঞেস করেছি। তারা কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই এই বিষয়টি নিয়ে মন্তব্য করার কারণই আমি দেখছি না।'