আইপিএল

শেষ থেকেই শুরু চান স্মিথ, লক্ষ্য ফাইনাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:25 শুক্রবার, 10 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে অসাধারণ পারফরম্যান্স করে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থেকে আইপিএলের দ্বিতীয় অংশ থেকে শুরু করবে দলটি। দিল্লির ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দলটির অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এবারের আসরের ফাইনাল খেলতে চান তিনি।

এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ছয়টি ম্যাচ জিতেছে ক্যাপিটালসরা। রিকি পন্টিংয়ের শীষ্যদের নিচে অবস্থান করছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স।

এর মধ্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এবং বিরাট কোহলির ব্যাঙ্গালুরু সাত ম্যাচ খেলে পাঁচটি করে ম্যাচ জিতেছে। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স সাত ম্যাচে জিতেছে চারটিতে।

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলদের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি পারফর্মারদের সঙ্গে নিয়ে আইপিএলের ফাইনাল খেলতে চান স্মিথ।

তিনি বলেন, 'যেখানে শেষ করেছি, সেখান থেকেই আমাদের শুরু করতে হবে। আমরা দারুণ ক্রিকেট খেলছিলাম। ফলাফলও পাচ্ছিলাম। আমি মনে করি, আমরা এর চাইতেও ভালো করতে পারি। আসরের শেষ দিকেও আমাদের সেরা খেলাটাই খেলতে পারি। ফাইনালে যেতে হলে আপনাকে ভালো খেলতেই হবে। আশা করি আমরা ফাইনালেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারব।'

আইপিএলের শুরুর ভাগে দলের সঙ্গে ছিলেন না নিয়মিত অধিনায়ক শ্রেয়াশ আইয়ার। করোনার কারণে লম্বা সময় আইপিএল না হওয়ায় এবার সুবিধাই হয়েছে দিল্লির। নিয়মিত অধিনায়ক আইয়ার দলের সঙ্গে যোগ দিচ্ছেন এবার। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।

স্মিথ আরও বলেন, 'আমরা একত্রে খেলেছি, কয়েকমাস হয়ে গিয়েছে। তাই আমাদের আবারও ছন্দে ফিরতে হবে। আমাদের দলটি দারুণ। শ্রেয়াশ আইয়ারকে আমরা স্কোয়াডে পুনরায় পেয়েছি, তাতে আমাদের শক্তি আরও বেড়েছে। সে অসাধারণ একজন ক্রিকেটার, তাকে ফিরতে দেখে ভালো লাগছে।'