ইংল্যান্ড - ভারত সিরিজ

ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:12 শুক্রবার, 10 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাতিল করা হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পঞ্চম টেস্ট। যদিও ভারতের ক্রিকেটারদের করোনা ফলাফল নেগেটিভ আসায় টেস্টটি মাঠে গড়ানোর কথা ছিল।

কিন্তু অনুশীলন ক্যাম্পের আশেপাশে করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত টেস্টটি বাতিল করতে বাধ্য হয়েছে তাঁরা। এমনকি ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার উদ্বেগ প্রকাশ করায় বাতিল করতে বাধ্য হয় দুই দেশের ক্রিকেট বোর্ড। এদিকে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

দ্য ওভালে টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কোচিং প্যানেলের রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধার এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট চলাকালীন ভারতের কোচিং প্যানেলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

ম্যাচ চললেও পরবর্তীতে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। যদিও তাঁদের সবারই ফলাফল নেগেটিভ এসেছিল। পঞ্চম টেস্ট শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন ভারত দলের আরও এক সদস্য।

দলের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ার খবরের পরই গুঞ্জন ওঠেছিল পঞ্চম টেস্ট না খেলিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের দেশে ফেরাতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরবর্তীতে ক্রিকেটাররা শঙ্কা প্রকাশ করায় শেষ পর্যন্ত টেস্ট বাতিল করা হয়েছে। 

ম্যানচেস্টারের করোনার প্রকোপ আইপিএলে বয়ে আনতে চায় না বিসিসিআই। করোনাভাইরাসের কারণেই মাঝ পথে গিয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। টুর্নামেন্টের দ্বিতীয় অংশে সেই বিপাকে পড়তে চায় না তাঁরা। মূলত সেই কারণেই বাতিলের গুঞ্জন ওঠেছিল।