আফগানিস্তান ক্রিকেট

নবির হাতে আফগানদের নেতৃত্বের মশাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:07 শুক্রবার, 10 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল রশিদ খানকে। তবে দল ঘোষণার কিছুক্ষণ পরই অধিনায়কত্ব ছাড়েন রশিদ। তিনি অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবির নাম ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি টুইটারে নিশ্চিত করেন রশিদ নিজেই। যেখানে তিনি দাবি করেছেন যে, বিশ্বকাপের স্কোয়াড তৈরির জন্য তার কোন মতামত নেয়া হয়নি। এমনকি দল নির্বাচনের সময় তাকে রাখেনি এসিবি।

স্কোয়াড নির্বাচনের সময় ক্রিকেটারদের ফিটনেস, পারফরম্যান্স বা শৃঙ্খলা ইস্যুতে নজর দেয়া হয়নি বলেই মূলত অসন্তুষ্ট ছিলেন রশিদ। এই ব্যাপারে ক্রিকবাজকে নিশ্চিত করে বোর্ডের আরেকটি সূত্র।

বোর্ডের সেই সূত্র ক্রিকবাজকে বলেছে, 'রশিদ দলের অধিনায়কত্ব করবেন না । কয়েক ঘণ্টার মধ্যেই এসব হয়ে গেছে। প্রথমে স্কোয়াড ঘোষণা, এরপর রশিদের পদত্যাগ, তারপর নবিকে অধিনায়ক হিসেবে নিয়োগ।'

এর আগে টুইটারে রশিদ লিখেছিলেন, ‘অধিনায়ক হিসেবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনে অংশ নেয়ার অধিকার ছিল আমার। নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামতকে এড়িয়ে গিয়ে দল ঘোষণা করেছে। আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’তে খেলবে আফগানিস্তান। সেই গ্রুপে আফগানিস্তান ছাড়াও রয়েছে স্বাগতিক ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে বাছাই পর্ব শেষে আরও দুটি দল যোগ দেবে এই গ্রুপে।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নায়েব, নাভিন উল হক, হামিদ হাসান, কায়েস আহমেদ, শরফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, এবং শাপুর জাদরান।

রিজার্ভ: আফসার জাজাই, ফরিদ আহমদ মালিক।