টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:50 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। যেখানে মূল দলের ১৫ জনের সঙ্গে রাখা হয়েছে দুজন রিজার্ভ ক্রিকেটার। যদিও আগামী ১০ অক্টোবরের আগে স্কোয়াডে পরিবর্তন আনার আভাস দিয়েছে তাঁরা।

বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ কাইল কোয়েটজার। তিনি ছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, সাইফান শারিফ, ম্যাথু ক্রস এবং অ্যালি ইভান্স। যারা সবাই মিলে ১ হাজারের বেশি ম্যাচ খেলেছেন।  

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা জস ডেভি, মিচেল লেস্ক, জর্জ মুন্সি এবং মার্ক ওয়াটের মতো ক্রিকেটাররাও রয়েছেন স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ৭ ক্রিকেটার।

ডাইল্যান বেজের সঙ্গে এই তালিকায় রয়েছেন ক্রিস গ্রেভস, অলি হ্যারিস, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়াল্যান্স এবং ব্র্যাড হোয়াইল।

বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড। যেখানে তাঁদের প্রতিপক্ষ বাংলাদেশ, ওমান এবং পাপুয়া নিউগিনি। এই চার দলের মাঝ থেকে সেরা দুই দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ডাইল্যান বেজ, ম্যাথু ক্রস, জস ডেভি, অ্যালাসডের ইভান্স, ক্রিস গ্রেভস, অলি হ্যারিস, মিচেল লেস্ক, কলাম ম্যাকলিয়ড, জর্জ মুন্সি, সাইফান শারিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইড় ওয়াল্যান্স, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়াইল