ইংল্যান্ড ক্রিকেট

শক্তিশালী ইংল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন বাটলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:28 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড দেখে দারুণ উচ্ছ্বসিত দলটির উইকেটরক্ষক জস বাটলার। দলের পরিকল্পনা কাজে লাগিয়ে শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি।

ইংল্যান্ডের এবারের স্কোয়াডে জায়গা করে ২৯ বছর বয়সী পেসার টাইমাল মিলস। দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে চমক হিসেবে দেখা গেছে তাকে। জফরা আর্চার না থাকায় মূলত ইংল্যান্ড অভিজ্ঞ এই পেসারকে স্কোয়াডে ফিরিয়েছে।

এ ছাড়াও অধিনায়ক ইয়ন মরগানের সাথে জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, মঈন আলী, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উডদের মতো ম্যাচ জেতানো তারকারা আছেন।

এ কারণেই আশায় বুক বাঁধছেন বাটলার। তিনি বলেন, এটা দারুণ দল! আমাদের স্কোয়াডটা বেশ সুন্দর হয়েছে। এই স্কোয়াডের শক্তির জায়গা এবং ব্যাটিং গভীরতা দারুণ। কয়েকজন অসাধারণ ক্রিকেটার এবং কয়েকজন ম্যাচ জেতানো ক্রিকেটার সেখানে আছেন। আশা করি, আমরা পরিকল্পনা কাজে লাগাতে পারব। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি এবং সেখানে গিয়ে শিরোপা জিততে চাই।'

যদিও ইংল্যান্ডের স্কোয়াডে নেই বেন স্টোকস। তিনি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন। তাই তাকে বিবেচনার বাইরে রাখা হয়েছে।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপও জিতেছে ইংল্যান্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ফেভারিট ২০১০ সালের শিরোপাজয়ীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আসরেও রানার আপ হয়েছিল দলটি।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: টম কারান, লিয়াম ডসন ও জেমন ভিন্স।