পাপুয়া নিউগিনি - যুক্তরাষ্ট্র সিরিজ

ওয়ানডেতে ৬ বলে ৬ ছক্কা মারলেন যুক্তরাষ্ট্রের মালহোত্রা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:27 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাপুয়া নিউগিনি বিপক্ষে ওয়ানডেতে ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়েছেন জাসকারান মালহোত্রা। গৌউদি তোকার এক ওভারে এমন ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার। তাতে হার্শেল গিবসের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে এক ওভারে ৬ ছক্কা মারলেন মালহোত্রা।

টসে হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যুক্তরাষ্ট্রের আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন মালহোত্রা। বাকিরা ভালো করতে না পারলেও এদিন শুরু থেকেই পাপুয়া নিউগিনির বোলারদের ওপর চড়াও হয়েছেন তিনি। 

ইনিংসের শেষ ওভারে এসে সেটা যেন তাণ্ডবলীলায় রূপ দিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তোকার ৬ বলে টানা ছয়টি ছক্কা মারেন মালহোত্রা। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়ে গিবসের পাশে নাম লিখিয়েছেন। 

এর আগে ২০০৭ বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে নেদারল্যান্ডসের ড্যান ফন বুঙ্গের ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন গিবস। এদিকে যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেছেন মালহোত্রা। শেষ পর্যন্ত ১২৪ বলে ১৭৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

এদিন চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এক ইনিংসে ১৬ ছক্কা মারার কীর্তি গড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৬টি করে ছক্কা রয়েছে রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। যদিও ১৭ ছক্কা মেরে ওয়ানডে এক ইনিংসে বেশি ছক্কা মারার রেকর্ড নিজের করে রেখেছেন ইয়ন মরগান।