টি-টোয়েন্টি বিশ্বকাপ

আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে অনভিষিক্ত গ্রাহাম কেনেডি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:24 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। যেখানে তিনজনকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে। আইরিশদের টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গ্রাহাম কেনেডি।

বাঁহাতি স্পিন বোলিং এই অলরাউন্ডার আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্টার প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ৭.৬৬ গড়ে রান দিয়েছেন এই স্পিনার।

বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে আসন্ন জিম্বাবুয়ে সফরের দলেও ডাক পেয়েছেন প্রতিভাবান এই অলরাউন্ডার। কোনো ফরম্যাটেই এখনও তার অভিষেক হয়নি আইরিশদের হয়ে। বিশ্বকাপে আইরিশদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অ্যান্ডি বালবার্নি।

জিম্বাবুয়ে সফরে না থাকলেও বিশ্বকাপ দলে আছেন লেগ স্পিন অলরাউন্ডার গ্যারেথ ডেলানি। দলে রয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনও। দলে জায়গা হয়নি উইলিয়াম ম্যাকক্লিনটকের।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলে ছিলেন না তিনি। আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্রাহাম ফোর্ড জানিয়েছেন, অভিজ্ঞ অলরাউন্ডার সিমি সিংয়ের বিকল্প হিসেবে রাখা হয়েছে গ্রাহাম ফোর্ডকে।

বিশ্বকাপ স্কোয়াডে দুজন উইকেটরক্ষক রেখেছে আইরিশ ক্রিকেট বোর্ড। জায়গা পেয়েছেন লরকান টাকার ও নেইল রক। আগামী ১৯ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে আইপিএলের দ্বিতীয় অংশ পর্যালোচনা করে স্কোয়াডে পরিবর্তন আনা হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল স্কোয়াড পরিবর্তনের জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড-

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জস লিটল, অ্যান্ড্র ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।