ইংল্যান্ড - ভারত সিরিজ

ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:32 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দ্য ওভালে টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কোচিং প্যানেলের রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধার এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল। এবার পঞ্চম টেস্ট শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন ভারত দলের আরও এক সদস্য।

এমন খবরের পর ইংল্যান্ড ও ভারতের পঞ্চম টেস্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পঞ্চম টেস্ট খেলতে চায় না ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) করোনার প্রভাব না ফেলতেই এমনটা করতে চায় তাঁরা।

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট চলাকালীন ভারতের কোচিং প্যানেলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। ম্যাচ চললেও পরবর্তীতে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। যদিও তাঁদের সবারই ফলাফল নেগেটিভ এসেছিল।  এরপর সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে ম্যানচেস্টারে পা রাখে দুই দল।

যেখানে এসে আবারও করোনা পরীক্ষা করানো হয় তাঁদের। সেখানেই একজনের দেহে করোনার অস্তিত্ব মেলে।  দলের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ার খবরের পরই গুঞ্জন ওঠে পঞ্চম টেস্ট না খেলিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের দেশে ফেরাতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ইতোমধ্যে অনুশীলন সেশন ছেড়ে হোটেলে চলে গেছে দল। ম্যানচেস্টারের করোনার প্রকোপ আইপিএলে বয়ে আনতে চায় না তাঁরা। করোনাভাইরাসের কারণেই মাঝ পথে গিয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। টুর্নামেন্টের দ্বিতীয় অংশে সেই বিপাকে পড়তে চায় না তাঁরা।

মূলত সে কারণেই এমন গুঞ্জন ওঠেছে। এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।