টি- টোয়েন্টি বিশ্বকাপ

ধোনি তার অভিজ্ঞতা কাজে লাগাবেন, আশাবাদী সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:58 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে মেন্টর হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রস্তাব গ্রহণ করার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ।

২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ভারতকে ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় সবক'টি আসরে দলকে জিতিয়েছেন ধোনি। তার এমন অভিজ্ঞতা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের কাজে লাগবে, আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ।

বিসিসিআই টিভিকে সৌরভ বলেন, 'এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। দলকে সাহায্য করার লক্ষ্যে বিসিসিআইয়ের প্রস্তাব মেনে নেয়ার জন্য আমি ধোনিকে ধন্যবাদ জানাতে চাই।'

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেয়া ধোনিকে অন্য ভূমিকায় জাতীয় দলে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

ধোনির অন্তর্ভুক্তির ব্যাপারে জয় শাহ বলেন, 'যখন আমি দুবাইতে ছিলাম, তখনই আমি ধোনির সাথে কথা বলি। সে শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মেন্টর হওয়ার জন্য রাজি হয়েছে। আমি আমার সহকর্মীদের সঙ্গেও এই ব্যাপারে কথা বলেছি। তারাও রাজি। এরপর আমি অধিনায়ক, সহ-অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারাও এই ব্যাপারে রাজি থাকাতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি।'

আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বিশ্ব আসরের জন্য গত বুধবার দল ঘোষণা করে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।