টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস দেবে, বিশ্বাস নান্নুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:58 বৃহস্পতিবার, 09 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দারুণ সময় পার করছে বাংলাদেশ। জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ঘরের মাঠেও অপ্রতিরোধ্য মাহমুমদউল্লাহ রিয়াদের দল। সর্বশেষ দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ।

এই তিন দলকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো টানা তিন সিরিজ জিতল টাইগাররা। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির প্রক্রিয়া নিয়ে সমালোচনা হলেও মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, টানা সিরিজ জয় বিশ্বকাপে ভালো করতে আত্ববিশ্বাস যোগাবে।

জিম্বাবুয়ে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। যার মধ্যে অস্ট্রেলিয়াকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোরে অলআউট করার কীর্তি ছিল। চলমান নিউজিল্যান্ড সিরিজেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এমন ধারাবাহিকতার পর প্রধান নির্বাচক মনে করেন, বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করবে।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘এই ১৭ জনের স্কোয়াডের ওপর আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ আমরা জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে এই দল নিয়েই তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা ঘরের মাঠে প্রায় সব সাদা বলের সিরিজে জিতেছি। আমরা আত্মবিশ্বাসী যে এ ধারাবাহিকতা রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল ভালো করবে।’

দলের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে বিশ্বকাপে সেরা ক্রিকেটাররাই একাদশে থাকবে বলে উল্লেখ করেন নান্নু। সেই সঙ্গে রোটেশন পদ্ধতিতে খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ইঙ্গিত দেন তিনি। সুযোগ পেয়ে ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলবে বলে আশাবাদী নান্নু।

তিনি বলেন, ‘১৫ জনের দলের মধ্যে কিন্তু সবসময় সবাইকে খেলানো সম্ভব হয় না। দলের ধারাবাহিক পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। সেই হিসেবে সবাই কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যেই আছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। কেউ কিন্তু বাইরে নেই।’

নান্নু আরও বলেন, ‘সবাই প্রস্তুত আছে যখন যাকে দরকার হবে খেলানো হবে। আমার মনে হয় এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে ক্রিকেটাররাও যাচ্ছে ও ওরা তৈরি আছে। যাকে যখন দরকার পরবে ম্যানেজমেন্ট খেলাবে। সবার থেকে একই রকম পারফরম্যান্স আশা করছি।’