Connect with us

আইপিএল ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি-রোহিতদের মেন্টর ধোনি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার দিনই বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে প্রতিনিধিত্ব করছিলেন তিনি। এবার আবারও পুরানো সতীর্থদের সঙ্গে দেখা যাবে তাকে, তবে ভিন্ন ভূমিকায়।

এ প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, 'দুবাইয়ে থাকাকালীন আমার ধোনির সঙ্গে কথা হয়েছিল। সে কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেন্টর হতে আগ্রহী ছিল।
 
তিনি আরো বলেন, 'অধিনায়ক, সহ-অধিনায়ক এবং প্রধান কোচের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করা হয়েছিল। সে কারণেই ধোনি বোর্ডের সঙ্গে আছেন।'
 

আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বিশ্ব আসরের জন্য বুধবার দল ঘোষণা করেছে বিসিসিআই। আর ১৫ জনের দলে সবচেয়ে বড় চমক রবিচন্দ্রন অশ্বিন।

যিনি ৪ বছর পর ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার রাখা হয়েছে। দলের অতিরিক্ত ক্রিকেটার হিসেবে আছেন শ্রেয়াশ আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।

অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন বিরাট কোহলি। সেই সঙ্গে তার সহকারী হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে।ভারতের দ্বিতীয় ওপেনার হিসেবে রাখা হয়েছে লোকেশ রাহুলকে।

দলে উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ইশান কিশান ও ঋষভ পান্ত। দলে জায়গা হয়নি পৃথ্বী শর। এ ছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন সূর্য কুমার যাদব।

ভারত স্কোয়াড-

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।

সর্বশেষ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

দলীয় পারফরম্যান্সে উজ্জীবিত হয়েই বিশ্বকাপে যেতে চান মিরাজ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব!

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজে কিউই দলে যুক্ত হলেন টিকনার

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ইংল্যান্ড সিরিজে ফিরছেন স্টইনিস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ছোটবেলা থেকেই জয়াসুরিয়ার মতো হতে চেয়েছি: আতাপাত্তু

৫ অক্টোবর, বুধবার, ২০২২

দলীয় একতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন রয়

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ডাক্তার বা আর্মি হতে না পারার আক্ষেপ থেকেই লেগ স্পিনার তুবা

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

আর্কাইভ

বিজ্ঞাপন