বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সিরিজ জয়ের পেছনে ছিল জয়ের ক্ষুধা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:09 বুধবার, 08 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ জয়। যেটি হতে পারত গত ম্যাচেই। কিন্তু সে ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ জয়ের উপলক্ষ্য আরো দীর্ঘায়িত হয় টাইগারদের। আজ তাই চতুর্থ টি-টোয়েন্টি এবং সিরিজ জয়ের ক্ষুধা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ, জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সেই ক্ষুধা থেকেই আগে ব্যাট করা নিউজিল্যান্ডকে মাত্র ৯৩ রানেই অলআউট করেন বাংলাদেশের বোলাররা। ৯৪ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই। বাংলাদেশের অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন দলের বাকি সদস্যদেরও।

মাহমুদউল্লাহ বলেন, 'ব্যাটসম্যানরা তাদের তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। এই লক্ষ্য তাড়া করতে আমাদের কেবল ভালো একটা জুটি দরকার ছিল। আমি ও নাইম চেষ্টা করেছি সেই জুটি গড়তে। নাইম অনেক ভালো ব্যাটিং করেছে এবং আফিফ দারুণভাবে শেষ করেছে। আমাদের জুটি গড়তে শুরুতে ১০, ২০, ৩০ করে এগিয়ে ম্যাচটা কাছে আনার লক্ষ্য ছিল এবং সেখান থেকেই ম্যাচটি বের করে আনার।'

তিনি আরো বলেন, 'এই জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের সবার তারা যেভাবে খেলেছে, যেভাবে আজ ফিরে এসে জয়ের ক্ষুধা দেখিয়েছে।'

কিউইদের ৯৩ রানে অলআউটের দিনে দারুণ বল করেছেন স্পিনার নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। নাসুম দুর্দান্ত বল করে একাই নিয়েছেন কিউইদের ৪ উইকেট। যেখানে মুস্তাফিজের শিকার করা উইকেট সংখ্যাও একই। এই দুই বোলারকেও কৃতিত্ব দিতে ভোলেননি মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'অল্প রানে ওদের আটকে দিতে আমাদের বোলাররা আবারও দুর্দান্ত বোলিং করেছে। সব বোলাররাই ভালো করেছে। বিশেষ করে নাসুমকে কৃতিত্ব দিতেই হচ্ছে, সে যেভাবে বোলিং করেছে। মেহেদীও ভালো খুব বোলিং করেছে। মুস্তাফিজ অসাধারণ ছিল। সাইফ, সাকিব- সব বোলাররা ভালো করেছে।'