ভারত-ইংল্যান্ড সিরিজ

ওভালে পুজারার ব্যাটিং মনে ধরেছে হগের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:36 বুধবার, 08 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৭ বলে ৬১ রান করেছেন চেতেশ্বর পূজারা। তার এই ধৈর্যশীল ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ব্রেড হগ। সাবেক এই অজি স্পিনারের মতে পূজারার স্বভাবজাত খেলার সঙ্গে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং দারুণ কার্যকরি।

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারা, রোহিত শর্মা, শার্দুল ঠাকুর আর ঋষভ পান্তের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল ভারত। যা টপকাতে পারেনি ইংল্যান্ড। এই টেস্টে রোহিত দলের সর্বোচ্চ রান সংগ্রাহকক হলেও হগের মনে ধরেছে পূজারার ব্যাটিং।

পূজারা স্বভাবতই ধৈর্যশীল ব্যাটিং করতে ভালোবাসেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ধীর গতির ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠে। স্ট্রাইকরেট বাড়াতে কেউ কেউ তাকে পরামর্শও দিয়েছেন। সেই পরামর্শ মেনেই নিজের ব্যাটিংয়ে খুঁটিনাটি পরিবর্তন এনেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে নিজের স্বভাবজাত ব্যাটিং থেকে বেরিয়ে এসে কিছুটা আক্রমণাত্মক খেলছেন পূজারা। এর ফলে ইতিবাচক প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে, যা দলের জন্য বেশ কার্যকরী এমনটাই মনে করছেন হগ।

হগ বলেন, ‘পূজারাকে দলে প্রয়োজন। সম্প্রতি সে একটু আক্রমণাত্মক খেলছে। যার ফলে তার ব্যাটিং দলের জন্য আরও বেশি কার্যকরি হয়ে উঠেছে, যা খুবই ইতিবাচক।’

অস্ট্রেলিয়ার সাবেক এই স্পিনারের ধারণা পূজারা ফুটওয়ার্ক তাকে পারফর্ম করতে সাহায্য করছে। তিনি বলেন, ‘তার অসাধারণ ফুটওয়ার্ক ইংল্যান্ডের বোলারদের খেলতে তাকে সাহায্য করেছে। পূজারার রক্ষণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে আক্রমণাত্মক কৌশল বেশ কার্যকরি।’