আইপিএল

৬ ম্যাচ জিতে কোয়ালিফাই করবে কলকাতা, প্রত্যাশা কার্তিকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:29 বুধবার, 08 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের প্রথম পর্বে দলগতভাবে ভালো পারফর্ম করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেবার সাত ম্যাচে পাঁচ হারের বিপরীতে মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে দলটি। এমন সমীকরণের সামনে থাকায় নকআউট পর্বে খেলতে দ্বিতীয় পর্বে অস্বাভাবিক কিছুই করে দেখাতে হবে দুবারের চ্যাম্পিয়নদের।

যদিও সংযুক্ত আরব আমিরাত পর্বে ৭ ম্যাচ বাকি রয়েছে কলকাতার। তাই নকআউট পর্বে কলকাতার খেলতে পারবে বলে আত্মবিশ্বাসী দলটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আমিরাতে বাকি ৭ ম্যাচের ৬টিতে জয় তুলে নিয়ে নকআউট পর্বে খেলতে দৃঢ় প্রত্যয়ী তিনি।

এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘সামগ্রিকভাবে একটি দল হিসেবে মনে করি আমরা একটি ভালো জায়গায় আছি। এই সময় আমাদের দল হিসেবে একসঙ্গে পার্থক্য গড়ে দেয়া প্রয়োজন। আমরা ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জিততে চাই (কোয়ালিফাই করতে)। এটা তখনই সহজ হবে যখন দল হিসেবে আমরা সেটা করতে চাইব। আমরা প্রথমে একটি একটি করে খেলায় চোখ রেখে এগিয়ে যাব। তবে চেষ্টা করব ৭ ম্যাচের ৬টিতেই জিততে।’

এই আসরে কলকাতা এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে কেবল চার পয়েন্ট। প্রথম অংশে খারাপ করলেও দলের উদ্যম এখনও কমে যায়নি বলে জানান কার্তিক। কলকাতার কোচ কঠিন পরিস্থিতিতেও দলকে ইতিবাচক ধারনা দেয়। তাই বাকি ম্যাচগুলোতে সমর্থন যোগাতে ভক্তদের প্রতি আহ্বান জানান তিনি।

কার্তিকের ভাষ্য, ‘কেকেআর (কলকাতা) খুব ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলে। আমি দ্বিতীয় পর্বেও তেমনটি দেখতে চাইব। আমার মতে টিম স্পিরিট এখনো ভালো আছে। আমরা নিজেরা ইতিবাচক সেই সঙ্গে কোচ সবসময় আমাদের ইতিবাচক ধারণা দেয়। প্রত্যাশা থাকবে ভক্তরা যেন সমর্থন চালিয়ে যায়। আমরা এমন মানসম্মত ক্রিকেট খেলতে চেষ্টা করব যা তাদের গর্বিত করবে। গত দুই আসরেও যেভাবে তাদের মুখে হাসি ফুটেছিল। চেষ্টা করবো এবার আরো বেশি হাসি ফোটানোর জন্য।’

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আসরের মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলো। যেখানে ২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে কলকাতা।