ভারত - ইংল্যান্ড সিরিজ

ভারতকে হালকাভাবে নেয়ায় খেসারত দিচ্ছে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:48 বুধবার, 08 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শুরুতে ভারত সফরে গিয়ে সিরিজ হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। প্রতিশোধ নেয়ার বদলে নিজেদের মাটিতে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে খানিকটা কোণঠাসা ইংলিশরা।

এক ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। ভারতের বিপক্ষে এমন হারের জন্য ইংল্যান্ডের অ্যাশেজ নিয়ে বাড়তি চিন্তাকে দায়ী করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটসম্যান মনে করেন, অ্যাশেজকে গুরুত্ব দিতে গিয়ে ভারতকে হালকাভাবে নিয়েছিল ইংল্যান্ড।

ব্যাট হাতে জো রুট দারুণ সময় পার করলেও দল হিসেবে সেভাবে সাফল্য পাচ্ছে না ইংল্যান্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষেও সিরিজ হার চোখ রাঙানি দিচ্ছে। এদিকে ভারত সিরিজের পর ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ মর্যাদার অ্যাশেজ। 

বেশ কিছুদিন ধরেই পরিবার নিয়ে সেখানে যাওয়া, কোয়ারেন্টাইনসহ অন্যান্য বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। গুঞ্জন রয়েছে পরিবার নিয়ে যেতে না পারলে অ্যাশেজ থেকে নাম সরিয়ে নিতে পারেন দশের অধিক ইংলিশ ক্রিকেটার। গাভাস্কারের দাবি, অ্যাশেজকে গুরুত্ব দিতে গিয়ে ভারতকে অবমূল্যায়ন করা হয়েছে। ভারতের সাবেক ব্যাটসম্যান মনে করেন, তাঁদের বর্তমান নিয়ে ভাবা উচিত ছিল।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘ম্যানচেস্টারে রুটের ওপর চাপ থাকবে কারণ ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। যা ভারতকে মনস্তাত্ত্বিকভাবে সুবিধা দেবে। আরও একটি বড় ভুল হলো ইংল্যান্ড দল ও তাঁদের দেশের গণমাধ্যম অ্যাশেজ সিরিজ নিয়ে কথা বলছিল। তারা পরিকল্পনা করছিল সেই সিরিজটা কিভাবে খেলবে।’

তিনি আরও বলেন, ‘তাদের ভারতের চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করা উচিত ছিল। ইংল্যান্ড ভারতকে অবমূল্যায়ন করেছে। তাদেরকে সেটার খেসারত দিতে হচ্ছে। কারণ তারা এখন টেস্ট সিরিজ জিততে পারছে না।’