বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার অভাব দেখছেন প্রিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও ব্যাটসম্যানরা এখন পর্যন্ত সেভাবে কিছু করে দেখাতে পারেননি। বরং সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২৯ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র  ৭৬ রানে। 

কিউইদের বিপক্ষে বাজে হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার অভাব দেখছেন অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দাবি, অতিরিক্ত আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এ প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘আমার মনে হয় রান তাড়ায় আমরা আরও দায়িত্বশীল হতে পারতাম। আমরা শুরুটা ভালোই করেছিলাম। প্রথম ওভারে নাইমের একটি বাউন্ডারি, দ্বিতীয় ওভারে লিটনের দুটি বাউন্ডারি, ২ ওভার শেষে রান ছিল ২০। এর পরের ৩-৪ ওভারে দ্রুত অনেক উইকেট হারিয়ে ফেলেছি।’

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক আরও বলেন, ‘আমরা অনেক বেশি আগ্রাসী ব্যাটিং করেছি। আমার মনে হয় না পিচ খুব বেশি পরিবর্তন হয়েছিল। ১২৯ রান প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোর ছিল। আরেকটু দেখেশুনে খেললে রান তাড়া করতে পারতাম।’

উইকেট নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা হচ্ছে। অনেকের ধারণা এটি টি-টোয়েন্টি খেলার মতো উইকেট না। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের রান দেখে অবশ্য সেটা পরিস্কার। উইকেট যে দ্রুত রান তোলার মতো সেটা প্রিন্সও স্বীকার করেছেন।

এমন উইকেটে স্ট্রাইক রোটেটে করে খেলে রান রেট ৬ এ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। প্রিন্স বলেন, ‘ উইকেট দ্রুত রান তোলার মত নয়। খুব বেশি বাউন্ডারি এমন উইকেটে হয় না। তাই স্ট্রাইক রোটেট করে রান রেট ৬ রাখা উচিৎ। নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় রান রেট খুব বেশি না দাঁড়ায়।‘