বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশে আসার পর করোনা পজিটিভ তিন আফগান ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ার পর বাংলাদেশ সফর নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল সেটা ছাপিয়ে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে আফগান শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস।

বাংলাদেশের আসার পর করোনা পজিটিভ হয়েছেন দলটির তিন ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও প্রথম পরীক্ষায় তাঁরা করোনা নেগেটিভ হয়েছিলেন তাঁরা। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বিসিবি।

সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে এই দুই দল। সূচি অনুযায়ী আগামী ১০ সেপ্টম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি চার ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২, ১৪, ১৭ এবং ১৯ সেপ্টেম্বর।

২২-২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে আফগান যুবারা।

আফগানিস্তান যুবাদের বাংলাদেশ সিরিজের সূচিঃ

১ম ওয়ানডে- ১০ সেপ্টেম্বর, সিলেট
২য় ওয়ানডে- ১২ সেপ্টেম্বর, সিলেট 
৩য় ওয়ানডে- ১৪ সেপ্টেম্বর, সিলেট
৪র্থ ওয়ানডে- ১৭ সেপ্টেম্বর, সিলেট 
৫ম ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর, সিলেট

একমাত্র চারদিনের ম্যাচ- ২২-২৫ সেপ্টেম্বর, সিলেট