আইপিএল

ভয়-ডরহীন ব্যাটিংয়েই সফল ডেভিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:28 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মিডল অর্ডারের ব্যাটিং করার পাশাপাশি ফিনিশিংয়েও দারুণ কার্যকরী টিম ডেভিড। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মার কাটারি ব্যাটিং করে বেশ সুনাম কুড়িয়েছেন সিঙ্গাপুরের এই ক্রিকেটার। বিগ ব্যাশ লিগে তাঁর দল হোবার্ট হারিকেনের ইনচার্জ অ্যাডাম গ্রিফিথ জানিয়েছেন, ভয়-ডরহীন ব্যাটিংয়ের কারণেই সাফল্য পাচ্ছেন ডেভিড।

বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড কিংবা চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আক্রমণাত্বক ব্যাটিং করে নজর কেড়েছেন ডেভিড। এর সুবাদেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আমিরাত পর্বের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। 

ডেভিডের মার কাটারি ব্যাটিংয়ের প্রশংসা করে গ্রিফিথ বলেন, ‘সে ভয়-ডরহীন ক্রিকেট খেলে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আমি তার ব্যাটিং দেখেছি। এই টুর্নামেন্টে নিজের খেলা দ্বিতীয় বলেই সে কভারের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমার মতে টিমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, সে যেকোনো দলের ব্যাটিং ইউনিটে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সে মিডল অর্ডারের পাশাপাশি ফিনিশিংয়েও দারুণ কার্যকরী ব্যাটিং করতে পারে। যদিও টপ অর্ডারে ব্যাটিং করলে বড় রান করার সুযোগ বেশি থাকে।’

তার মতে, আইপিএল অ্যাডামের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টুর্নামেন্টে সে ডি ভিলিয়ার্স, বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের সঙ্গে একই দলে খেলবে। গ্রিফিথ মনে করেন, অভিজ্ঞ এই ব্যাটসম্যানদের থেকে শেখার সুযোগ পাবে ডেভিড।

তিনি বলেন, ‘আমি আশা করছি, সে আইপিএল থেকে অনেক কিছু শিখবে। এখানে ডি ভিলিয়ার্স, ম্যাক্সওয়েল এবং কোহলির ব্যাটিং ও অনুশীলন কাছ থেকে দেখার সুযোগ পাবে। পাশাপাশি দলের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কেও ধারণা পাবে।’