ইংল্যান্ড - ভারত সিরিজ

ওল্ড ট্রাফোর্ড টেস্টের স্কোয়াডে ফিরলেন বাটলার-লিচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্টের একাদশে থাকলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জস বাটলার। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

চতুর্থ ম্যাচ না খেললেও পঞ্চম ও শেষ টেস্টের স্কোয়াডে ফিরেছেন বাটলার। পঞ্চম টেস্টকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে বাটলারের সঙ্গে স্পিনার জ্যাক লিচকেও ফিরিয়েছে তাঁরা।

চলতি বছরের শুরুর দিকে সর্বশেষ ভারত সফরে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন লিচ। মাঝে ৬ মাস কেটে গেলেও ইংল্যান্ডের হয়ে খেলা হয়নি তাঁর। তবে সিরিজ বাঁচানোর ম্যাচে তাঁকে ফিরিয়েছে ইংলিশরা।

বাটলারের অনুপস্থিতিতে চতুর্থ টেস্টে স্যাম বিলিংসকে দলে নিয়েছিল ইংল্যান্ড। তবে জনি বেয়ারস্টো উইকেটরক্ষকের দায়িত্ব পালন করায় একাদশে সুযোগ পাননি তিনি। পঞ্চম টেস্টের দলে না থাকায় কেন্টের হয়ে খেলতে যোগ দিয়েছেন বিলিংস।

এদিকে পেস বোলিং ইউনিটে কোন পরিবর্তন আনেনি ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস এবং অলি রবিনসনের সঙ্গে থাকছেন ক্রেইগ ওভারটন। যদিও ব্যাটিং করার সময় কনুইয়ের ইনজুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার।

ওভালে ১৫৭ রানে হারায় সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে আগামী ১০ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে মাঠে নামবে জো রুটের দল।

ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেঞ্চ, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস এবং মার্ক উড।