টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে সন্তুষ্ট নন বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:29 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির বেধে দেয়া ১০ সেপ্টেম্বরের আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে পাকিস্তান। তবে ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বাবর আজম। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনই দাবি করেছে। 

কদিন আগেই পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে আজম খানের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফর্ম করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন শোয়েব মাকসুদ। যারা দুজনই জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে। 

তাঁদের দুজনকে দলে নেয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি রমিজ রাজার প্রভাবে আজম ও মাকসুদকে দলে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এদিকে বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভে রাখা হয়েছে ফখর জামানকে। যদিও সেই তালিকাতেও ছিলেন না বাঁহাতি এই ওপেনার। তবে বাবর সুপারিশ করায় তাঁকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছে পাকিস্তান। ফখর ছাড়াও ফাহিম আশরাফকে দলে নিতে সুপারিশ করেছিলেন বাবর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব উতরে যাওয়া দুটি দলের বিপক্ষে খেলবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপার লড়াই শুরু করবে পাকিস্তান।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।