ইংল্যান্ড- ভারত সিরিজ

ম্যাচের মোড় ঘোরানোর কৃতিত্ব শার্দুলকেই দিচ্ছেন বুমরাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:32 মঙ্গলবার, 07 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওভাল টেস্টের পঞ্চম দিন গতি, সুইং ও বাউন্সারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের রীতিমতো ভুগিয়েছেন জাসপ্রিত বুমরাহ। মধ্যাহ্ন বিরতির পর ৬ ওভারের অসাধারণ স্পেলে ওলি পোপ ও জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে ইংলিশদের চাপে ফেলেছিলেন তিনি। শেষ দিনে গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন ঝলক দেখানোয় ম্যাচ জয়ের বেশ খানিকটা কৃতিত্ব নিঃসন্দেহে বুমরাহর। যদিও ৫০ বছর পর ওভাল টেস্ট জয়ে শার্দুল ঠাকুরকে কৃতিত্ব দিচ্ছেন বুমরাহ!

ম্যাচের প্রথম ইনিংসে দল যখন ভুগছিল তখন ব্যাট হাতে দ্রুত গতির হাফসেঞ্চুরি (৫৭) তুলে নিয়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিয়েছিলেন ডানহাতি পেসার শার্দুল। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে ইংলিশদের লড়াকু লক্ষ্য দেওয়ার দিকেই এগোচ্ছিল ভারত। এই ইনিংসেও হাফসেঞ্চুরি পেরিয়ে ৬০ রানের কার্যকরী ইনিংস খেলেন শার্দুল। শার্দুল-ঋষভ পান্তদের ফিনিশিংয়ে স্বাগতিকদের ৩৬৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বিরাট কোহলিরা।

বোলার হয়েও ব্যাট হাতে শার্দুলের পারফরম্যান্সে মুগ্ধ বুমরাহ। এমন পারফরম্যান্সের কারণেই ম্যাচের পরিস্থিতি ভারতের অনুকূলে চলে আসে বলে দাবি করেন তিনি। জয়ের পর তাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব শার্দুলকে দিলেন বুমরাহ।

এ প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘এটা (শার্দুলের অবদান) বিশাল। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছিল যা সত্যিই আমাদের মোমেন্টাম অর্জনে সাহায্য করেছিল। এমনকি প্রথম ইনিংসে সে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এতে মোমেন্টাম পরিষ্কারভাবে আমাদের অনুকূলে চলে এসেছিল। তারপর আমরা সন্ধ্যায় দ্রুত দুইটি উইকেট তুলে নিয়ে অনেক চাপ তৈরি করেছিলাম। দ্বিতীয় ইনিংসে আমরা যথেষ্ট রান করেছিলাম। কিন্তু সে দলকে সামনের দিকে নিরাপদ অবস্থানে নিয়ে গিয়েছিল।’

ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি বোলিংয়েও বেশ কার্যকরী ছিলেন শার্দুল। প্রথম ইনিংসে ইংলিশদের একটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা ওপেনার ররি বার্নস ও চলমান সিরিজে তিনটি সেঞ্চুরি হাঁকানো ইংলিশ অধিনায়ক জো রুটকে ফিরিয়ে দেন তিনি। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় ভারত।

শার্দুলের প্রসংসা করতে গিয়ে বুমরাহ আরও বলেন, ‘বোলিংয়েও সে (শার্দুল) ভালোভাবে প্রচেষ্টা করেছে এবং গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছিল। ওর তীব্র প্রচেষ্টা ছিল যেমনটি দলের পঞ্চম বোলারের মধ্যে থাকা দরকার। যে আপনাকে স্বস্তিতে রাখবে এবং দলের জন্য কাজে দেবে। তাই ওকে নিয়ে আমরা অনেক খুশি। আশা করছি সে এভাবে চালিয়ে যাবে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করবে।’