আইপিএল

শীঘ্রই ভিলিয়ার্স-ম্যাক্সওয়েলরা যোগ দিচ্ছেন, জানালেন বেঙ্গালুরুর কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকদিন বাদেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। আইপিএলের এই অংশে ফিন অ্যালেন, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনদের পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স ও কাইল জেমিসনদের মতো বাকি বিদেশি ক্রিকেটার অংশগ্রহণ নিশ্চিত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

আসরটিকে সামনে রেখে ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছে বেঙ্গালুরু। সেখানে দুই দলে বিভক্ত হয়ে ফুটবল ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলটির ক্রিকেটাররা। এবার দলটির সঙ্গে একে একে যোগ দিচ্ছেন ম্যাক্সওয়েল, ডি ভিলিয়ার্স ও জেমিসনরা।

এ প্রসঙ্গে বেঙ্গালুরুর প্রধান কোচ মাইক হেসন জানিয়েছেন, ‘এবি (ডি ভিলিয়ার্স) বর্তমানে বিমানবন্দরে রয়েছে অর্থ্যাৎ সে পথে রয়েছে। ম্যাক্সি (ম্যাক্সওয়েল) দুই বা তিন দিনের কম সময়ে যোগ দেবে। কাইল (জেমিসন) ১০ তারিখে এখানে আসবে। এরপর তারা আলাদা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। বিশ্বজুড়ে যেমন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তারা সেভাবে খেলবে। আগামীকাল আমাদের গ্রুপে ১১ জন হবে। আমরা সেখান থেকে অর্ধেক দূরত্বে রয়েছি।’

এদিকে দলের ক্রিকেটারদের নিয়ে জিম ও অনুশীলন করার তারিখও জানিয়ে দিয়েছেন হেসন। তিন দিন জিম সেশন ও আর তিন দিন করা হবে স্কিল সেশন। জিম ও স্কিল সেশনের মাঝে একদিন করে বিরতি দেওয়া হয়েছে। এই পদ্ধতি ক্রিকেটারদের শারীরিক শক্তি ও ফিটনেস ফিরে পেতে সাহায্য করবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে হেসন বলেন, ‘সেপ্টেম্বরের ৬, ৮ ও ১০ এগুলো জিম করার তারিখ। অতএব আমরা গতবারের মতো বিভক্ত গ্রুপ করার পরিবর্তে, আমরা সবাই একটি গ্রুপ করতে যাচ্ছি। স্কিল অনুশীলন ৭, ৯ ও ১১ তারিখ। কঠোর পরিশ্রমের পর এটা আপনাকে একটি দিন বিশ্রাম দেবে। এতে আপনি আপনার স্ট্রেন্থ ও কন্ডিশন ফিরে পেতে পারবেন।’

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। যেখানে ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে ব্যাঙ্গালুরু। আইপিএলের ভারত অংশে ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় তুলে নিয়ে ১০ পয়েন্টের সাহায্যে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দলটি।