ভারতীয় ক্রিকেট

ভারতের হয়ে ১০০ টেস্ট খেলার স্বপ্ন সাকারিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:22 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে দুর্দান্ত বোলিং করায় শ্রীলঙ্কা সফরের জন্য ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন চেতন সাকারিয়া। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার।

লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষেক ম্যাচেই ৩৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে নিজের প্রতিভার জানান নেন সাকারিয়া। সেই সুবাদে একাদশে সুযোগ পান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।

রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে অভিষেকের পর খেলেছেন ৭টি ম্যাচে। ডেথ ওভারে মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে ৭টি উইকেটও তুলে নেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে হাতেখড়ি পর এবার দেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলার স্বপ্ন বুনছেন তরুণ এই পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকারিয়া বলেন, 'আপনি যদি একটি কিংবা অনেকগুলো ম্যাচ খেলেন তাহলে ক্রিকেট অঙ্গণে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে এটি একটি বড় অর্জন হবে। তাই আমি আমার দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলতে চাই।’

আইপিএলে রাজস্থানের নেতৃত্বে থাকা সাঞ্জু স্যামসনের অধীনে অভিষেক হয়েছিল সাকারিয়ার। অভিষেক ম্যাচে তাকে সাহস যুগিয়ে মানসিক চাপ কমাতে সাহায্য করেছিলেন স্যামসন। সে কারণে রাজস্থান অধিনায়কের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি।

এ ছাড়া শ্রীলঙ্কা সফরে কোচ রাহুল দ্রাবিড়ের ধীনে খেলার অভিজ্ঞতাও তুলে ধরেন সাকারিয়া। তিনি বলেন, 'রাহুল স্যারের সঙ্গে কথা হয়েছিল যখন আমার কোয়ারেন্টাইন শেষ হয়েছিল। আমি পুল সাইডে বসে ছিলাম। সবাই অনুশীলন করছিল। হঠাৎ করেই তিনি এলেন এবং নিজের পরিচয় দিলেন। আমি বললাম আপনার পরিচয় দেয়ার দরকার নেই।'

'আমি ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। এতো বড় কিংবদন্তি খেলোয়াড় সামনে দাঁড়িয়ে আছে দারুণ অনুভূতি হচ্ছিলো। এরপর আমাদের ব্যক্তিগত কথা বার্তা হয়েছে ক্যারিয়ার নিয়ে। তিনি আমাকে নিয়ে অনেক ইতিবাচক কথা বার্তা বলেছেন এবং ভালো পারফর্ম চালিয়ে যেতে বলেছেন।'