আইপিএল

আইপিএলের নতুন দুই দলের জন্য শহর বেছে নিল বিসিসিআই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে যোগ দিচ্ছে নতুন দুই দল। সেই প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কদিন আগেই দরপত্র আহ্বান করেছিল তারা।

ইতোমধ্যে সেখান থেকে ৬টি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই। এর মধ্যে রয়েছে কাটাক, আহমেদাবাদ, লক্ষৌ এবং ধর্মশালা। মূলত এই ছয়টি শহর থেকেই বেছে নেয়া হবে আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি।

মূলত অঞ্চলভিত্তিক ভারসাম্যহীনতা ও ব্যবসায়ের সুযোগ-সুবিধাগুলো বিবেচনা করছে। নতুন দুই দলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরেই। এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

প্রতিটি দলের জন্য ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ হাজার কোটি করে। যদিও প্রত্যেকটি শহরের প্রধান ভাষা থাকতে হবে হিন্দি। এমন শর্তই বেধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলের আট দলের মধ্যে ৬০টি ম্যাচ দেখেই অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা। এবার নতুন দল যুক্ত হওয়ায় আইপিএলের ম্যাচের সংখ্যাও বাড়ছে। এর ফলে ম্যাচ হতে পারে ৭৪টি।

যদিও গ্রুপ পর্বে কোন পদ্ধতিতে খেলা হয়ে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। আইপিএল ২০২০ এর ৬৫ শতাংশ দর্শক ছিল হিন্দি ভাষাভাষী।

তারা ৪ বিলিয়ন মিনিট দেখেছেন আইপিএলের ম্যাচগুলো। এর ফলে হিন্দিতে আইপিএল সম্প্রচার হওয়া সনি টেন থ্রি দেশটির এক নম্বর স্পোর্টস চ্যানেল নির্বাচিত হয়েছে। এর ফলেই হিন্দি ভাষাভাষীদের বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে বিসিসিআই।