আইপিএল

লম্বা বিরতিই আশা দেখাচ্ছে গিলকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:23 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে দলগতভাবে ভালো পারফর্ম করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। যে কারণে নকআউট পর্বে কোয়ালিফাই করতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলটির জন্য। কোয়ালিফাই করতে হলে বাকি সাত ম্যাচে ভালো করার বিকল্প নেই কলকাতার। সেই চ্যালেঞ্জকে বেশ ভালোভাবেই নিয়েছেন দলটির ওপেনার শুভমান গিল।

গত এপ্রিলে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নেওয়ার কারণে আসরের মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আসরের অবশিষ্ট ম্যাচগুলো।

স্থগিত হয়ে যাওয়ার আগে ৭ ম্যাচে পাঁচ হারের বিপরীতে মাত্র দুটিতে জিততে পেরেছে কলকাতা। এতে করে মাত্র চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে আইপিএলের দুই বারের চ্যাম্পিয়নরা। তাই নকআউট পর্ব খেলতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই দলটির। এমন অবস্থায় ইতিবাচক মানসিকতা ধরে রেখেছেন ডানহাতি ওপেনার গিল।

এ প্রসঙ্গে গিল বলেন, ‘আমি মনে করি একটি বিরতি আসলেই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে কিছু জিনিস ঘটে যেগুলো আপনি আশাও করবেন না। আমি মনে করি আমরা শীর্ষ চারে থেকে শেষ করার জন্য প্রতিযোগিতায় আছি। যে কোনো দল কোয়ালিফাই করতে পারে, আপনি তো জানেন না আসলে কি হতে যাচ্ছে। তাই আশা করছি আমরা বাকি ম্যাচগুলো জিতে কোয়ালিফাই নিশ্চিত করব। তারপর দেখা যাবে আমরা কোথায় পৌঁছাই।’

আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে কোয়ালিফাই না করার কোনো কারণ দেখছেন না গিল।

তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা যা করে দেখিয়েছি এবং সেই অনুযায়ী খেলা উপভোগ করতে পারলে, তখন সেটা কখনোই সম্ভব না যে আমরা ভালো করব না কিংবা কোয়ালিফাই করব না।’