ভারত-ইংল্যান্ড সিরিজ

বুমরাহ নির্ভরতা ভোগাবে ভারতকে: নাসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওভাল টেস্টের পঞ্চম দিনে ভারতের বিপক্ষে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২৯১ রান। অন্যদিকে ভারতের বোলারদের শিকার করতে হবে দশ উইকেট। এমন সমীকরণের সামনে মাইকেল আথারটন বলছেন শেষ দিনে ইংল্যান্ড ফেভারিট।

চতুর্থ দিনে ৩৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭৭ রান তুলে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। যেখানে দুই ইংলিশ ওপেনার ব্যাটিং করেছেন সাবলীলভাবে। নাসেরের মতে এটি ব্যাটিং সহায়ক উইকেট।

অভিজ্ঞ মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতে ভারতীয় বোলিং লাইনআপ নির্ভর করছে জাসপ্রিত বুমরাহর ওপর এমনটাই মনে করছেন নাসের। তার মতে এই উইকেটে স্পিনাররা কিছুটা সুবিধা পেলেও এটা ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো উইকেট।

নাসের বলেন, ‘এটা দারুণ ফ্ল্যাট উইকেট। এখানে বোলারদের জন্য বাড়তি কিছু নেই। ভারতের বোলিং লাইনআপে শামি, ইশান্ত, অশ্বিন কেউই নেই। প্রথম ইনিংস দেখে মনে হয়েছে, ভারত বুমরাহর উপর নির্ভরশীল। জাদেজা কতটা কার্যকরী হবে? সে কিছুটা প্রভাব ফেলতে পারে কিন্তু এটা ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট।’

নাসেরের মতে ওভালের উইকেটে ইংলিশ পেসাররা খুব একটা সুবিধা করতে পারেননি। তাই তিনি মনে করেন, ভারতীয় পেসাররাও অসাধারণ কিছু করতে পারবে না। তার মতে এই পিচে ভারতের বোলিং লাইনআপে অশ্বিন বেশ কার্যকরী হতো।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই উইকেটে ব্যাটসম্যানদের জন্য কঠিন কিছু দেখিনি। ইংল্যান্ডের পেসাররাও এখানে অসাধারণ কিছু করতে পারছে না এবং আমি মনে করি ভারতীয় বোলাররাও খুব বেশি সুবিধা করতে পারবে না। আপনি যদি শুধু বোলিংয়ের কথা বলেন, তাহলে এই উইকেটে জাদেজার চেয়ে অশ্বিন বেশি কার্যকরী হতো।’