ইংল্যান্ড-ভারত সিরিজ

নাসেরের মন কেড়েছে শার্দুল-বুমরাহদের ব্যাটিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:32 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ওভাল টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন শার্দুল ঠাকুর। দ্বিতীয় ইনিংসে শেষ দিকে নেমে উমেশ যাদব আর জাস্প্রিত বুমরাহরাও বড় স্কোর গড়তে অবদান রেখেছেন। ভারতের লোয়ার অর্ডারের এমন পারফরম্যান্সের পর নাসের হুসাইনের প্রশংসা কুড়িয়েছে ভারতের লেজের সারির ব্যাটসম্যানরা।

ওভালে প্রথম ইনিংসে ব্যার্থ হয়েছে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ব্যাটিং ব্যার্থতার দিনে আট নম্বরে নেমে শার্দুল খেলেছিলেন ৫৭ রানের একটি ইনিংস। মূলত তার হাফ সেঞ্চুরির সুবাদেই ১৯১ রানের সম্মানজনক সংগ্রহ পেয়েছিল দল। এর পর দ্বিতীয় ইনিংসেও শার্দুল করেছেন ৬০ রান।

এ ছাড়া ৯ এবং ১০ নম্বরে নেমে উমেশ যাদব ২৫ এবং জাসপ্রিত বুমরাহ ২৪ রান করেছিলেন। যে কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ৩৬৮ রানের টার্গেট দিতে পেরেছিল বিরাট কোহলির দল। ভারতের লোয়ার অর্ডারের বেশ প্রশংসা করে নাসের তাদের টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত রবিবার উমেশ-বুমরাহ কার্যকরী ইনিংস আর শার্দুলের আরও এক হাফসেঞ্চুরিতে ভারতের শেষ চার ব্যাটসম্যান মিলে যোগ করেছে ১৫০ রান। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা দেখিয়েছে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার অসাধারণ ব্যাটিং করেছে। আমি তাদের টুপি খোলা অভিনন্দন জানাই।’

সাবেক ইংল্যান্ড এই অধিনায়ক আরও বলেন, ‘লর্ডস টেস্টে শেষ দিনের সকালে শামি এবং বুমরাহ ৮৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। আর এই টেস্টের প্রথম দিনে ভারতের ১৯০ রানের পেছনে বড় অবদান ছিল শার্দুলের। যা তার দলকে লড়াই করার পুঁজি এনে দিয়েছে।’

নাসের মনে করেন, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা দলীয় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেখানে সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা দারুণ পারফর্ম করেছে। আর এর সুফল পেয়েছে দল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গ্রীষ্মের শুরুতে ভারত দারুণ পারফর্ম করেছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের বযাটিংয়ের গভীরতা। তাদের লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখছে এবং এই সিরিজে তৃতীয়বারের মতো গত রবিবার তারা দারুণ ব্যাটিং করেছে।’