বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সাকিব-লিটনদের আউটের ধরণে সমস্যা ছিল না: ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:51 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫২ রানে হেরেছে বাংলাদেশ। ১২৯ রানের লক্ষ্য নিয়ে যেভাবে ব্যাটিং শুরু করেছিল তাতে মনে হয়েছিল খুব সহজেই সেই লক্ষ্য পেরিয়ে যাবে টাইগার ব্যাটসম্যানরা, কিন্তু তা হয়নি। উল্টো প্রশ্ন তোলা যেতে পেরে সাকিব আল হাসান-লিটন দাসদের আউটের ধরণ নিয়ে।

দুটি বাউন্ডারির পর লিটন অতি আগ্রাসী হতে গিয়ে আউট হয়েছেন। মেহেদি হাসান বিদায় নেন ভাবলেশহীন শটস খেলতে গিয়ে। দুই উইকেট হারানোর পর দ্বিতীয় বলেই বিস্ময়করভাবে উড়িয়ে মেরে ধরা পড়েন সাকিবও। উইকেট বিলিয়ে আসেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন।

মুশফিকুর রহিম আউট হননি তবে তার ব্যাটিং ধরণ ছিল না টি-টোয়েন্টি মেজাজের। ৩৭ বল খেলেও কোনো বাউন্ডারি না মেরে অপরাজিত থাকেন ২০ রানে। ডমিঙ্গো তাই মনে করছেন, রান রেটে এগিয়ে থাকতেই ব্যাটসম্যানরা বড় শটস খেলার চেষ্টা করেছেন।

তাদের আউটের ধরণ নিয়ে তাই সমস্যা দেখছেন না প্রধান কোচ। তিনি বলেন, 'আমার মনে হয় না, ব্যাটিংয়ের ধরনে কোনো সমস্যা ছিল। আমরা চেয়েছি রান রেটে এগিয়ে থাকতে, কারণ রান রেটে পেছনে পড়লে পরে পুষিয়ে দেওয়া কঠিন, আমরা তাই চেয়েছি।

তিনি আরো বলেন, 'ভালোভাবে ও ইতিবাচকভাবে শুরু করতে। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে কিছু উইকেট হারিয়েছি এবং পরে ঝাঁক ধরে উইকেট হারিয়েছি। নতুন ব্যাটসম্যানের জন্য এখানে গিয়েই শট খেলা কঠিন। সেটাই ছিল সমস্যা।'

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দিনের বিরতি দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচ আগামী ৮ সেপ্টেম্বর। এরপর আবার একদিনের বিরতি দিয়ে সিরিজের শেষ ম্যাচ ১০ সেপ্টেম্বর।